বাংলা হান্ট ডেস্ক : কলকাতা শহরের জানযট, ভিড় কাটিয়ে অল্ট সময়ের মধ্যে এপ্রান্ত থেকে অপরপ্রান্তে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল কলকাতা মেট্রো (Kolkata Metro)। যে কারণে নিত্যযাত্রীদের মধ্যে কলকাতা (Kolkata) মেট্রোর চাহিদাও থাকে তুঙ্গে। শহরের পাশাপাশি শরহতলির মানুষরাও মেট্রো সার্ভিসকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর এবার সমস্ত যাত্রীর জন্য নতুন টোকেন নিয়ে এল কলকাতা মেট্রো।
নতুন টোকেন চালু করল কলকাতা মেট্রো
দুর্গাপুজোর (Durgapuja) আগেই মেট্রো রেল ভবনে এই নতুন টোকেনের উদ্বোধন করলেন মেট্রোর প্রিন্সিপাল চিফ অপারেশন সৌমিত্র বিশ্বাস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সাফল্যকে উদযাপন করতেই টোকেনের নয়া ডিজাইন করা হয়েছে। এই মুহূর্তে কলকাতা মেট্রোর তিনটি করিডোরে পাওয়া যাচ্ছে নতুন এই টোকেন।
নতুন টোকেনে রয়েছে চন্দ্রযান ৩ এর লোগো
যাত্রীরা টিকিট কাউন্টার থেকেই এই টোকেন সংগ্রহ করতে পারবেন। টোকেনের উপর ‘চন্দ্রযান ৩’এর লোগো দেওয়া রয়েছে। যা চাঁদের মাটিতে ভারতের জয়ের কথা স্মরণ করিয়ে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং-র ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে নজীর সৃষ্টি করেছে ভারত। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মৃতির পাতায় ধরে রাখতেই এই উদ্যোগ কলকাতা মেট্রোর।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়ে গড়েছিলেন নজির, প্রয়াত হলেন ফতিমা বিবি
তিনটি বুকিং কাউন্টারে মিলবে এই টোকেন
আপাতত তিনটি বুকিং কাউন্টার থেকেই এই টোকেন কিনতে পারবেন যাত্রীরা। তবে নিত্য যাতায়াতের জন্য ব্যবহার না করে এই টোকেনগুলি রেখে দিতে পারেন যাত্রীরা। কারণ এটি শুধুমাত্র একটি টোকেন নয়, স্মৃতি বা মেমেন্টোও বটে। এবং গোটা ভারতবাসীর জন্য গর্বের বিষয়ও বটে। স্বাভাবিকভাবেই যাত্রীরাও এই টোকেন হাতে পেয়ে বেজায় খুশি।
আরও পড়ুন : ভুলে যান দুবাই, খাস কলকাতায় ‘টানেল অ্যাকোরিয়াম’! জলের দামে দেখুন ‘আন্ডারওয়াটার জু’
এক লক্ষ টোকেন বিক্রির লক্ষ্য রেখেছে কলকাতা মেট্রো
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের এক লক্ষ টোকেন বিক্রি করা হবে। প্রাথমিকভাবে যাত্রীদের তরফ থেকেও দারুন সাড়া এসেছে বলে জানাচ্ছে কলকাতা মেট্রো। উল্লেখ্য, দেশের স্বাধীনতার 75তম বর্ষে বিশেষ টোকেন করেছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা বাংলা।