বাংলা হান্ট ডেস্ক : গতকাল চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর সফল অবতরণের পর থেকে, সারা দেশ ইসরোর (ISRO) গর্বে গৌরবান্বিত। দেশ তো বটেই পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কাছেও এখন চর্চার বিষয় হল ভারত (India) । চাঁদের মাটিতে আগেই পা রেখেছেন রাকেশ রোশন (Rakesh Roshan)! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই কিছু মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay ) এর একটি বক্তব্যে তোলপাড় হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া। একথা হয়ত অনেকেই জানেন যে, ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে নাম খোদাই করা রয়েছে রাকেশ রোশনের। গতকাল সাফল্যের আগে বক্তৃতা দিতে গিয়েই তার নাম নিয়ে ভুলভাল মন্তব্য করে বসেছেন মুখ্যমন্ত্রী।
ঘটনা পেঁচিয়ে গিয়েছে এই জায়গাতেই। মমতা বন্দ্যোপাধ্যায় এর বলা এই বক্তব্যের সঙ্গেই হুবহু মিলে গিয়েছে সিনেমার একটি ডায়লগ। তাও, কার মুখে শোনা গিয়েছিল এই ডায়লগ? কাঞ্চন মল্লিক! বেশ পুরনো একটি টেলিফিল্মের অন্দরে এই ডায়লগ শোনা যায়। ঠিক যেন লাইন বাই লাইন এক!
আরও পড়ুন : পাত্তা পাবে না করিনা, ক্যাটরিনারা! এই বলি অভিনেত্রীকে নিয়ে বলিউডে তৈরি হবে ১৪০০ কোটির ছবি
শুধু এখানেই শেষ নয় কাঞ্চন আরও বলেন, ‘দিদি যখন বলেছেন রাকেশ রোশন, তখন ঠিকই বলেছেন। জ্ঞান কপচাবেন না।’ আর এই দুটো জিনিস মিলিয়ে এমন এক হাস্যকর ব্যাপার তৈরি হয়েছে যে মানুষ ট্রোল না করে পারছেনা। এক নেটিজন লিখেছেন, ‘কাঞ্চন দা বরাবরের দিদির দূত।’ আবার কেউ বলেছেন, ‘রাকেশ কি এভাবেই জাদুকে পেয়েছিলেন?’
আরও পড়ুন : চন্দ্রযান সফল হতেই পাল্টি! ISRO-কে নিয়ে ফের পোস্ট প্রকাশ রাজের, মোক্ষম জবাব দিল নেটিজেনরাও
সবে মিলিয়ে গতকালকের এই গর্বের দিনে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিলেন রাকেশ রোশন। আর মজার বিষয় হল, এই বিষয়টা হয়ত রাকেশ রোশনের নিজেরও অজানা। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। সৌজন্যে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান। তৎকালীন প্রধানমন্ত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন যে ‘উপর থেকে (মহাকাশ) ভারতকে কেমন লাগছে?’ প্রত্যুত্তরে রাকেশ শর্মার জবাব ছিল, ‘কোনওরকম দ্বিধা ছাড়াই বলতে পারি যে সারে জাঁহা যে আচ্ছা, হিন্দুস্তান হামারা।’