চাঁদের অরবিটেও ট্রাফিক জ্যাম! শুধু চন্দ্রযান-৩ই নয়, অবতরণের জন্য লাইনে আছে অনেকেই

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরটা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিন কয়েক আগেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। তারমধ্যে আগামী সপ্তাহটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২১-২৩ অগাস্টের মধ্যেই চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে ভারতের নাম।

আপাতত ঐ দিনটার দিকেই তাকিয়ে বসে আছে ১৪০ কোটি ভারতবাসী। তবে আপনি কি জানেন চাঁদের সামনে রীতিমত ট্রাফিক জ্যাম হওয়ার মত অবস্থা। কারণ ভারতের পাশাপাশি আরও বহু দেশ তাদের স্যাটেলাইট পাঠিয়েছে। চাঁদের কক্ষপথে অন্যান্য দেশেরও স্যাটেলাইট রয়েছে, যারা শীঘ্রই চাঁদের মাটিতে অবতরণ করবে।

ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদন অনুযায়ী, এইমুহুর্তে চাঁদের কক্ষপথে ৬টি অ্যাকটিভ মিশন এবং আরও অন্যান্য অনেক প্রোজেক্ট রয়েছে। যার মধ্যে রয়েছে NASA এর Lunar Reconnaissance Orbiter (LRO), NASA-এর ARTEMIS-এর অধীনে আরও দুটি মিশন, Korea Pathfinder Lunar Orbiter (Korea Pathfinder Lunar Orbiter) এবং NASA-র মিশন কীস্টোন।

আরও পড়ুন : ‘না ভেবে কাজ করা উচিৎ নয়, সৌরভকে কড়া সতর্কবার্তা বিরাটের’! আলিয়াকেও করলেন সাবধান

এই সমস্ত প্রোজেক্ট এখন রয়েছে চাঁদের কক্ষপথে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে NASA এর Lunar Reconnaissance Orbiter চালু হয়েছিল। প্রোজেক্টির উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠের মানচিত্র তৈরি করা। এছাড়া ARTEMIS-এর মিশন P1 এবং P2 ২০২২ সালের জুন মাস থেকেই চাঁদের কক্ষপথে রয়েছে। এছাড়াও অরবিটে রয়েছে নাসার ক্যাপস্টোন এনআরএইচ।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে ওলার বড় চমক! ৮০ হাজার টাকায় লঞ্চ হল ই-স্কুটার

current lunar situation

এদিকে রাশিয়ার মিশন লুনা ২৫ এর কথা তো বোধহয় সকলেরই জানা। খুব সম্ভবত আগামী ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে এই রুশ স্যাটেলাইটটি। উদ্দেশ্য, চাঁদের দক্ষিণ মেরুকে খুঁজে বার করা। বিশেষজ্ঞদের ধারণা, চন্দ্রযান-৩ এর সমসাময়িক সময়েই চাঁদের মাটিতে অবতরণ করবে এই রুশ যানটি। এখন এতগুলো স্যাটেলাইট একজায়গায় থাকার কারণে উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীমহলে। অনেকেই তো মজা করে বলছেন, চাঁদের অরবিটে শুরু হয়েছে যানজট।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর