নতুন দায়িত্বে বাংলার অর্থমন্ত্রী, হিডকোর চেয়ারম্যানের পদে চন্দ্রিমা ভট্টাচার্য

Published on:

Published on:

Chandrima Bhattacharya appointed new HIDCO Chairman

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আবাসন ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা হিডকো-র নতুন চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার ঠিক আগেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে দলীয় সংগঠন ও প্রশাসনিক দায়িত্ব, দুই ক্ষেত্রেই আরও গুরুত্ব পেলেন চন্দ্রিমা।

অর্থ দপ্তরের পাশাপাশি একাধিক দায়িত্ব সামলান চন্দ্রিমা (Chandrima Bhattacharya)

অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ, উদ্বাস্তু পুনর্বাসন, ভূমি সংস্কার, পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব সামলান চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। পাশাপাশি তিনি তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী, তৃণমূল লিগ্যাল সেল ও একাধিক কর্মী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন। এবার সেই সঙ্গে যুক্ত হল হিডকোর মতো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ সংস্থার নেতৃত্ব।

হিডকো-র চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব নেন। ভাইস চেয়ারম্যান করা হয় প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। এবার প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী তাঁর আস্থাভাজন চন্দ্রিমাকে (Chandrima Bhattacharya) চেয়ারম্যান করে দিলেন। নবান্ন সূত্রের দাবি, হিডকোর ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি মুখ্যমন্ত্রীই দেখবেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার চন্দ্রিমা হিডকো-র দপ্তরে গিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। সেদিনই অফিসার ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর ঘোষিত একাধিক কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। তার মধ্যে অন্যতম নিউটাউনে জগন্নাথধামের আদলে ‘দুর্গাঙ্গন’ তৈরি। দায়িত্ব পেয়ে চন্দ্রিমা (Chandrima Bhattacharya) বলেছেন, “মুখ্যমন্ত্রী আমাকে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি কৃতজ্ঞ। নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

Chandrima Bhattacharya appointed new HIDCO Chairman

আরও পড়ুনঃ‌ দীর্ঘদিনের অপেক্ষা শেষ, শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ, কবে থেকে?

হিডকোর চেয়ারম্যান পদে চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) নিয়োগে পরিষ্কার বার্তা, প্রশাসন ও দলে তাঁর গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্বস্ত’ নেত্রী হিসেবেই এবার পরিকাঠামো উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে চলেছেন তিনি।