শেষ মুহূর্তে কমিশনে নালিশ চন্দ্রিমার, কাদের নোটিশ না পাঠানোর দাবি? স্পষ্ট করল তৃণমূলের প্রতিনিধি দল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। যাদের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে তাদের শুনানির জন্য নোটিশ পাঠানোও শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার অভিযোগ উঠছে, অনেক জীবিত ভোটারকে নাকি মৃত বলে দেখানো হয়েছে। কোথাও আবার স্থানান্তরিত না হওয়া সত্ত্বেও দেখানো হয়েছে স্থানান্তরিত হিসেবে। এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শশী পাঁজা, পুলক রায় এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

সিইও দফতরে অভিনয় চন্দ্রিমার (Chandrima Bhattacharya)

মঙ্গলবার সিইও দফতরে অভিযোগ জানাতে যান তাঁরা। তারপরেই সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিতে দেখা যায় চন্দ্রিমাকে। তিনি বলেন, ভোটারদের নামের সামান্য ভুল থাকলেও ডাকা হচ্ছে শুনানিতে। এক্ষেত্রে যেন তাদের নোটিশ না দেওয়া হয়। যাদের শুনানির জন্য ডাক পড়েছে তাদের ১১ তম নথি হিসেবে আধার কার্ড দেখানোর অনুমতি যাতে দেওয়া হয় সেজন্যও সিইওর কাছে দাবি জানিয়ে এসেছেন তাঁরা।

Chandrima bhattacharya went to ceo for sir in west Bengal

কী বলেন রাজ্যের মন্ত্রী: এদিন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, অনেক জায়গাতেই শুনানির কেন্দ্রগুলি অনেক দূরে। ভোটারদের যাতে সুবিধা হয় সেজন্য বাড়ির কাছাকাছি শুনানির ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তাঁরা। রাজ্যের মন্ত্রী এদিন বলেন, কিছু কিছু কেন্দ্র রয়েছে, যেগুলিতে যাওয়া অনেক সমস্যা জনক। তাই বাড়ির কাছাকাছি শুনানির কেন্দ্র ফেলার দাবি জানিয়ে এসছছেন তাঁরা।

আরও পড়ুন : ক্রিসমাসে ভিড় সামলাতে কড়া ব্যবস্থা! পার্ক স্ট্রিট, ময়দান মেট্রোয় আলাদা এন্ট্রি-এক্সিট

নাম না করে কটাক্ষ: এসআইআর শুরুর আগে রাজ্যের বিরোধী দাবি করেছিল ২ কোটি নাম বাদ যাবে। এদিন চন্দ্রিমা কটাক্ষ শানিয়ে বলেন, ‘কারা যেন বলেছিল দু কোটি নাম বাদ যাবে। আপনি যদি সেই লক্ষ্যে যান তবে পরবর্তীতে আমরা আরও বড় পদক্ষেপ নেব’।

আরও পড়ুন : বছর ঘোরার আগেই বিরাট মোড় গল্পে, রাতারাতি নায়ক বদলে গেল জি এর সিরিয়ালে!

বেঁচে থাকা সত্ত্বেও অনেক ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। তাদের চরম অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেছেন চন্দ্রিমা। সবাই মিলে বলে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।