বাংলা হান্ট ডেস্ক: রণক্ষেত্র সেন্ট্রাল। বুধবার সকালে বিদ্যুৎ এর মাসুল বৃদ্ধির প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির যুব মোর্চার মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেট দিয়ে ঘিরে দেওয়া হয়। বিজেপি সমর্থকরা সেই ব্যারিকেট ভেঙে চেষ্টা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এর পর পরিস্থিতি আরো খারাপ।
পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের। আহত হয় পুলিশও। জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছে বিজেপি। ৪০-৫০ কর্মীর মাথা ফেটেছে বলে দাবি তাদের।
রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘বাংলায় কোনও গণতন্ত্র ব্যাবস্থা নেই। অনুমান করছি ৪০-৫০ জন কর্মীর মাথা ফেটেছে। কাঁদানে গ্যাস ছুড়েছে’। ঘটনায় সায়ন্তন বসু-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।