ফের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হতে পারেন স্টিভ স্মিথ, বললেন চ্যাপেল।

বল টেম্পারিং কাণ্ডে দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকলেও মাঠে ফিরেই একেবারে স্বমহিমায় দেখা গেল অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। সম্প্রতি অনেক দিন পরে টেস্ট ক্রিকেটে ফিরেই তার ব্যাট থেকে আগুন ঝরছে। এই অ্যাশেজ সিরিজের তিনটি টেস্ট খেলে পাঁচ ইনিংসে ইতিমধ্যেই স্মিথ করে ফেলেছে 671 রান। যার মধ্যে রয়েছে দুটি হাফসেঞ্চুরি, দুটি সেঞ্চুরি এবং একটি ডবল সেঞ্চুরি।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ফিরে স্মিথের ব্যাটে যেন রানের ফুলঝুড়ি ঝরছে। দিনের পর দিন টেস্ট ক্রিকেটে স্মিথ রান মেশিনে পরিণত হচ্ছেন। আর এটা দেখার পর প্রাক্তন অস্ট্রেলিয়ান প্লেয়ার চ্যাপেল দাবি করলেন যে এইভাবে যদি স্মিথ খেলতে থাকেন তাহলে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

IMG 20190908 193801

এক সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে এই ইয়ান চ্যাপেল বলেন এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল যা খেলছে এতে তাদের শুধুমাত্র একজন ভালো অধিনায়ক দরকার। আর সেই জন্যই তিনি বলেন এই মুহূর্তে স্মিথ ছাড়া আর কাউকে সেই ভাবে চোখে পড়ছে না যে অস্ট্রেলিয়া টেস্ট দলকে নেতৃত্ব দিতে পারেন।

উল্লেখ্য এর আগেও স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। তার নেতৃত্বে 2017 সালে ইংল্যান্ডকে 0-4 ব্যবধানে হারিয়ে অ্যাশেজ সিরিজ নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারপর বল বিকৃত কাণ্ডে স্মিথ ক্রিকেট থেকে নির্বাসিত হন সেই সাথে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব হারান তিনি। আর তাই ইয়ান চ্যাপেল বলেন যে অস্ট্রেলিয়া দলের বর্তমান টেস্ট অধিনায়ক পেইন যখন অবসর নেবেন তখন এই দলের অধিনায়ক হিসেবে স্মিথই একমাত্র যোগ্য ব্যক্তি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর