নিয়ম ভাঙার অভিযোগে ৭৫.১ কোটি টাকা জরিমানা পতঞ্জলির

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পতঞ্জলির বিরুদ্ধে এবার ক্রেতাদের ঠকানোর অভিযোগ উঠল। ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটি (এনএএ) বাবা রামদেবের সংস্থার বিরুদ্ধে নিয়ম ভেঙে ক্রেতাদের পণ্য পরিষেবা করের (জিএসটি) সুবিধা না দেওয়ার অভিযোগে ৭৫.১ কোটি টাকা জরিমানা করেছে।

জানা যাচ্ছে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ওয়াশিং পাউডারের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বাড়িয়ে বিক্রি করা হয়ে‌ছে। জিএসটি কমে গেলেও দাম কমায় নি সংস্থাটি বরং পুরনো দামেই বিক্রি করা হয়েছে।এই মর্মে গত সপ্তাহে পতঞ্জলি আয়ুর্বেদকে পাঠানো নোটিসে বলা হয়েছে ১৮ শতাংশ জিএসটি-সহ ৭৫.১ কোটি টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের গ্রাহক কল্যাণ দফতরকে জমা করতে হবে। এই জরিমানা দেবার জন্য সময় দেওয়া হয়েছে তিন মাস।

২০১৭ সালের নভেম্বর মাসে ওয়াশিং পাউডারের উপরে জিএসটি-র পরিমাণ প্রথমে ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছিল। তারপর কেন্দ্র তা আরও কমিয়ে ১২ শতাংশ করো। এর ফলে ওয়াশিং পাউডারের দাম অনেকটাই কমে যায়। কিন্তু বাবা রামদেবের সংস্থা ক্রেতাদের জিএসটি কমে যাওয়ার সুবিধা না দিয়ে পুরনো দামেই বিক্রি করেছে।

এনএএ প্রাথমিকভাবে একটি কারন দর্শানোর নোটিস দিলেও তার পরিপ্রেক্ষিতে পতঞ্জলির জবাব সন্তুষ্ট করতে পারেনি। তাই এই জরিমানা বলেই জানা যাচ্ছে। পাতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড একটি ভারতীয় ভোক্তা পণ্য সংস্থা। উত্পাদন ইউনিট এবং সদর দফতর হরিদ্বার, উত্তরাখণ্ডের শিল্প অঞ্চলে এবং নিবন্ধিত অফিসটি দিল্লিতে অবস্থিত। সংস্থাটি খনিজ ও ভেষজ পণ্য উত্পাদন করে।

X