বাংলাহান্ট ডেস্ক : টলিউড অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এবার আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। গত বছর সেপ্টেম্বর মাসে এক অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন পরিচালকের বিরুদ্ধে। সেই মামলাতেই এবার আলিপুর আদালতে পেশ করা হল চার্জশিট।
যৌন হেনস্থার অভিযোগ ওঠে অরিন্দমের (Arindam Sil) বিরুদ্ধে
গত বছর টলিউডের এক অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন অরিন্দমের (Arindam Sil) বিরুদ্ধে। তাঁর অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয় পরিচালকের বিরুদ্ধে। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক বার উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। টলিউডের অনেকেই মুখ খুলেছেন পরিচালকের বিরুদ্ধে। একাধিক অভিযোগের কারণে অনির্দিষ্টকালের জন্য তাঁকে সাসপেন্ডও করা হয় ডিরেক্টরস গিল্ডের তরফে।
মহিলা কমিশনের কাছে দায়ের অভিযোগ: মহিলা কমিশনের কাছে পরিচালকের (Arindam Sil) বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিনেত্রী। ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর সময় কোলে বসিয়ে চুম্বনের অভিযোগ উঠেছিল অরিন্দম শীলের বিরুদ্ধে। ওই ঘটনায় দুজনকে মুখোমুখি বসিয়ে কথা বলানো হয়েছিল মহিলা কমিশনে। সেসময় পরিচালক (Arindam Sil) সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ হয়ে যায় অনেক সময়।
আরো পড়ুন: ‘দুজনেরই একই লক্ষ্য’, ইউনূসের সঙ্গে মমতাকে জুড়ে নিশানা বিজেপির, উঠল ‘বাংলা বিরোধী মমতা’ কটাক্ষ
চার্জশিট পেশ পুলিশের: যদিও ক্ষমা চেয়ে অরিন্দমের (Arindam Sil) লেখা চিঠি থেকে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মহিলা কমিশনের তরফে। তারপরেই দায়ের করা হয় এফআইআর, যার ভিত্তিতে এবার ২১ পাতার চার্জশিট পেশ করেছে পুলিশ।
আরো পড়ুন : ভারতের ‘গুগলি’তে বেকায়দায় পাকিস্তান, সন্ত্রাসবাদের তকমা মুছতে শেষমেষ ‘শান্তি বার্তা’ পাঠাচ্ছেন শরিফ
প্রসঙ্গত, অরিন্দম শীলের বিরুদ্ধে একাধিক বার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে মুখ খুলেছেন অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ২০২০ সালে পরিচালকের বিরুদ্ধে সরব হন তিনি।