বাংলাহান্ট ডেস্কঃ রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে এবার চার্জশিট দায়ের করা হল মডেল-অভিনেত্রী শ্রেয়া পাণ্ডের (shreya pandey) নামে। সোমবার ভুবনেশ্বর আদালতে সিবিআই (CBI)র এই চার্জশিট পেশ করা হয়েছে। সংস্থার থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
বেশ কয়েকবছর ধরে রোজভ্যালি-সহ অন্যান্য চিটফান্ড মামলার তদন্তের ভার নিয়েছে ইডি (ED), সিবিআই (CBI)। আর এরপর থেকেই তদন্ত বেশ দ্রুতগতিতেই এগোচ্ছে। প্রায় ১৩ কোটি টাকা আর্থিক তছরূপের মামলার পরিপ্রেক্ষিতে কর্ণধার গৌতম কুণ্ডু-সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) চার্জশিটে ৯ জনের নাম থাকলেও সংস্থার আধিকারিক অরুণ মুখোপাধ্যায় নিজের কাঁধে সমস্ত দোষ নিয়ে নেন। যার পরিপ্রেক্ষিতে তাঁকে সাত বছরের কারাবাসের সাজা দেয় নগর দায়রা আদালত। এখানেই শেষ নয়, সেইসঙ্গে তাঁকে আড়াই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাবন্দি থাকতে হবে বলেও জানায়।
এদিকে আবার গত বছরের শুরুর দিকে এই মামলার পরিপ্রেক্ষিতে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী তথা সংস্থার অন্যতম শীর্ষ কর্তা শুভ্রা কুণ্ডুকেও গ্রেফতার করা হয়। বর্তমানে ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে রাখা হয়েছে তাঁকে।
এরপর এই কেসের তদন্তের স্বার্থে নতুন বছর অর্থাৎ ২০২২ সালের শুরুতেই নতুন চার্জশিট তৈরি করল সিবিআই। যেখানে অভিযোগ করা হয়েছে, সংস্থার অফিস সল্টলেক থেকে মন্দারমনিতে স্থানান্তরের সময় কয়েক কোটি টাকা নিয়েছিলেন শ্রেয়া পাণ্ডে। ভুবনেশ্বর আদালতে এমন চার্জশিট পেশ করলে, সিবিআই-র এই অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে। আর্থিক লেনদেনের কোন তথ্য নেই বলেই জানিয়েছেন শ্রেয়া পাণ্ডে।