দুই মাসের কেলেঙ্কারি কাণ্ডের পর বড় রদবদল! AI-কে এবার বেঁধে ফেলল কর্তৃপক্ষ

Published on:

Published on:

ChatGPT banned in medical and financial analysis due to misinformation

বাংলা হান্ট ডেস্ক: এবার আর আইন, চিকিৎসা বা আর্থিক পরামর্শ দেবে না চ্যাট জিপিটি (ChatGPT)। এমনটাই ঘোষণা করেছে ওপেন এ আই (Open AI)। ২৯ অক্টোবর থেকে চ্যাট জিপিটি চিকিৎসা, আইনি বিষয় এবং আর্থিক সম্পর্কিত বিষয়ে নির্দিষ্ট মতামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ এটি আনুষ্ঠানিকভাবে একটি শিক্ষামূলক টুল। কোন পরামর্শদাতা নয়।

ভুল তথ্যের জেরে এআই নিষিদ্ধ চিকিৎসা ও আর্থিক বিশ্লেষণে (ChatGPT)

নতুন নিয়ম অনুযায়ী, চ্যাট জিপিটি (ChatGPT) চিকিৎসার নাম্বার মাত্রা দেবে না। এর পাশাপাশি কোন মামলার খসড়া বা আদালতের কৌশলও দেবে না বলে জানিয়েছে NEXTA। তারা বলেন, চ্যাট জিপিটি এখন কেবলমাত্র নীতি সমূহ ব্যাখ্যা করবে।

পাশাপাশি তারা আরও জানান, সাধারণ প্রক্রিয়া গুলো তুলে ধরবে এবার থেকে চ্যাট জিপিটি। একজন ডাক্তার বা আইনজীবী ও আর্থিক পেশার বিষয় যদি কোনো তথ্য জানতে হয় তাহলে নির্দিষ্ট পেশাদারের সঙ্গে কথা বলুন। চ্যাট জিপিটির থেকে এরকম আর কোন পরামর্শ পাওয়া যাবে না।

ChatGPT banned in medical and financial analysis due to misinformation

আরও পড়ুন: পেটের অস্বস্তি কমাতে দারুণ কার্যকর বড় এলাচ, জানুন পুষ্টিবিদদের মতামত

কারণ আগস্ট মাসে একজন ৬০ বছর বয়সী পুরুষ তিন সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন। কারণ তিনি চ্যাটজিপিটি থেকে পরামর্শ নিয়ে সাধারণ টেবিল লবনের বদলে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার শুরু করেন। এর ফলে তিনি অসুস্থ হয়ে যান। এছাড়া জার্নাল Annals Of Internal Medicine এ প্রকাশিত প্রতিবেদনের বলা হয়েছে, ওই ব্যক্তি পূর্বে মনোরোগ বা অন্যান্য বড় রোগের ইতিহাস ছিল না।হাসপাতালে ভর্তি হবার পর ব্যক্তি জানান তিনি চ্যাট জিপিটির পরামর্শের টেবিল লবণ সম্পূর্ণভাবে খাদ্য তালিকা থেকে বাদ দিয়েছেন।  একটি ব্যক্তিগত পরীক্ষা চালাচ্ছিলেন। যেখানে চ্যাট জিপিটির কাছ থেকে লবণের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে চেয়েছিলেন।

সেখানেই সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের কাউন্টি কেরির কিলার্নি এলাকার ৩৭ বছর বয়সী ওয়ারেন টিয়ার্নি গিলতে সমস্যা দেখা দিলে চ্যাট এর কাছে সাহায্য চান। সেখানে তাকে এ আই চ্যাটবট জানান ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু চ্যাট জিপিটির (ChatGPT) উত্তর বিশেষজ্ঞ মনে হওয়ায় ওই প্রাক্তন মনোবিজ্ঞানী চিকিৎসকের কাছে যেতে দেরি করে। পরে তার খাদ্যনালীতে স্টেজ ফোর অ্যাডিনোকারসিনোমা শনাক্ত হয় ।