বাংলা হান্ট ডেস্ক: টানা ১০ বছর ধরে অসুস্থ ছিল তরুণটি। এমনকি ছুটেছে নানান হাসপাতাল। নিয়েছে বহু চিকিৎসকের পরামর্শ। মেলেনি কোন সুরাহা। কিন্তু ১০ বছর পর ওই তরুণটি তার রোগের সমস্যার কারণ জানতে পারেন। আপনি শুনলে অবাক হবেন তার রোগের সমস্যার কারণ কোন ডাক্তার জানায়নি। জানিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (AI)। সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার ফলাফল জানাতেই ওই তরুণের রোগ ধরে ফেলল চ্যাটজিপিটি (ChatGPT)। (পোস্টটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
১০ বছর ধরে চিকিৎসকও পারেননি রহস্যময় রোগ শনাক্ত করতে, বিরল রোগ ধরিয়ে দিল চ্যাটজিপিটি (ChatGPT)
‘আর/চ্যাটজিপিটি’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে যে, এক তরুণ বহু বছর ধরে অসুস্থতায় ভুগছেন। নানা জায়গা থেকে চিকিৎসা করালেও তাঁর শারীরিক সমস্যা কোনও ভাবেই মিটছে না। অভিজ্ঞ চিকিৎসকদের কাছে পরামর্শও নিয়েছিলেন তিনি। তাতেও আখেরে লাভ হয়নি। প্রায় সব রকমের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ফেলেছিলেন তরুণ।
জানা যায়, ওই তরুন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এর ছবি চ্যাটজিপিটিকে (ChatGPT) পাঠান। পাশাপাশি নিজের অসুস্থতার কথাও বলেন কৃত্তিম বুদ্ধিমত্তার (AI) কাছে। তরুণের সমস্ত তথ্য নিয়ে নিমেশের মধ্যে রোগের কথা জানায় চ্যাটজিপিটি (ChatGPT)। চ্যাটজিপিটি এও জানায়,রোগটিতে বিশ্বের মোট ৭ থেকে ১২ শতাংশ রোগী শিকার। চ্যাটজিপিটি আশঙ্কা করে এমটিএইচএফআর নামের একটি জিন বিবর্তনজনিত রোগ তরুণের শরীরে বাসা বেঁধেছে।
আরও পড়ুন: একি কাণ্ড! পুলিশের থেকে বাঁচতে যুবকের দৌড় রানওয়েতে, তারপর যা হল…
এমনকি চ্যাটজিপিটি (ChatGPT) ওই তরুণেকে চিকিৎসক দেখানোর পরামর্শ দেন। চিকিৎসকের কাছে গেলে তিনিও এক কথা বলেন। পাশাপাশি, ওই রোগের জন্য সবরকমের স্বাস্থ্য পরীক্ষার দাবি নির্দেশ দেন। এই ঘটনার পর তরুণের দাবি, ১০ বছর ধরে নাম না জানা রোগ ধরা পড়ল চ্যাটজিপিটির (ChatGPT) হাত ধরে। যদিও, সেই পোস্টটি পরে মুছে ফেলা হয়। পোস্টটি মুছে দেওয়ায় নেটিজেনদের মনে আরও প্রশ্ন জাগে। নেটিজেনদের একাংশের দাবি ওই তরুণ সত্যি কথা বলছেন না। বিষয়টি সত্যি হলে পোস্টটি মুছতেন না।