বাংলা হান্ট ডেস্ক: পুজো আস্তে হাতে গুনে আর কয়েকটা দিন। জামা কাপড় কেনা শুরু না হলেও কোথায় ঘুরতে যাবেন, তার নিয়ে ইতিমধ্যেই জায়গা খোঁজা শুরু হয়ে গেছে। আর ঘুরতে যাওয়ার নাম করলেই মাথায় আসে পাহাড়ের কথা। কিন্তু সে সব জায়গার টিকিট যেমন হোল্ড আউট। তেমনি ভিড়। আপনাদের আজ এমন একটা জায়গায় ঠিকানা দেব, যেখানে কম খরচে ঘুরতে যেতে পারবেন। তবে হাতে দুই দিনের ছুটি থাকলে ঘুরতে যেতে পারেন পরশি রাজ্য ছত্তিশগড় (Chattisgarh)। এখানে গেলে আপনি বহু অফবিট স্পট যেমন পাবেন। তেমনি শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন।
হাতে দুদিন ছুটিতে ঘুরে আসুন ছত্তিশগড়ের অপবিট স্পট গুলো (Chattisgarh)
এবার আর নায়াগ্ৰার জলপ্রপাত দেখতে লাক্ষা টাকা খরচ করে যেতে হবে না কানাডা (Canada)। কারণ কলকাতার কাছেই রয়েছে এই ‘মিনি নায়াগ্ৰা’ (Mini Niagara waterfall) জলপ্রপাত। ছত্রিশগড়ে এমন অনেক পর্যটন স্থান রয়েছে, আপনি সেখানে দুর্দান্তভাবে ছুটি কাটিয়ে আসতে পারেন। বর্ষার মৌসুমে এখানে গেলে দেখতে পাবেন ১০০ ফুট উচু পাহাড়ের উপর থেকে নেমে আসছে জলপ্রপাত। ছত্রিশগড় মূলত মালভূমি অঞ্চল। এখানে আপনি গেলে বিভিন্ন ভূমিরূপ দেখতে পারবেন। এছাড়াও এখানে, পাহাড় জঙ্গল ছাড়াও ছত্তিশগড় জু়ড়ে রয়েছে অসংখ্য ঝরনা। তার মধ্যে সেরা চিত্রকুট ওয়াটার ফলস। কলকাতা থেকে সেখানে যাওয়াও খুব সহজ।
আরও পড়ুন:মঙ্গলে সোনার দাম বাড়ল না কমল? ১ গ্ৰাম সোনা কিনতে আজ কত খরচ হবে, জানুন
কী কী দেখবেন?
ছত্রিশগড়ে এমন অনেক পর্যটন স্থান রয়েছে, আপনি সেখানে দুর্দান্তভাবে ছুটি কাটিয়ে আসতে পারেন। এ রাজ্যে যেমন দর্শনীয় স্থান রয়েছে। তেমনি রয়েছে চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবীর মন্দির, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি।
কী ভাবে যাবেন?
হাতে অল্প কদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন ভারতের মিনি নায়াগ্ৰা’ (Mini Niagara waterfall)। হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেস ধরে জগদলপুর পৌঁছে যান। এখানে থেকে গাড়ি ভাড়া করেই ঘুরে নিন এখানকার জলপ্রপাতগুলি। ঘুরে দেখুন কাঙের ভ্যালি জাতীয় উদ্যান এবং কটুমসার গুহ। জগদলপুর শহরে আপনি একাধিক হোটেল ও লজ পেয়ে যাবেন। এ ছাড়া চিত্রকোট জলপ্রপাতের কাছেও রাত কাটাতে পারবেন।