‘বাড়িতে না থাকতে চাইলে আমি অন্য কোথাও…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছর ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সম্প্রতি সেই মানিকের বিরুদ্ধে নিয়ম না মেনে বেতন নেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় তারই (Jogesh Chandra Chaudhuri College) যোগেশচন্দ্র চৌধুরি ল’কলেজের এক প্রাক্তন ছাত্র।

মানিকের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি কলেজের ৫ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে হুমকি আর দাদাগিরির অভিযোগে তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি ছিল। আর মামলা শুনে কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি।

ছাত্রদের হুঁশিয়ারি দিয়ে বিচারপতি বলেন, ‘‘মস্তানি নয়! দিন কাল খুব খারাপ।’’ প্রসঙ্গত মামলাকারীর অভিযোগ ছিল যোগেশচন্দ্র চৌধুরি ল’কলেজের কিছু প্রাক্তন পড়ুয়া তাদের হুমকি দেন। ভয় দেখান। মারধরের থ্রেটও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে বাংলায়? আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট

এরপরই বিচারপতি কলকাতা পুলিশের কমিশনার এবং চারুমার্কেট থানাকে অভিযুক্ত ওই প্রাক্তন পড়ুয়াদের ধরে আনার নির্দেশ দেয়। যেমনি কথা তেমনি কাজ। এদিন আদালতের নির্দেশ মতো ওই হুমকি দেওয়া ছাত্রদের আটক করার পর কলকাতা পুলিশের চারুমার্কেট থানার কর্তা আদালতে হাজির হন। ওই কর্তাকেই জাস্টিস গাঙ্গুলি বলেন, ‘‘ওদের বলে দেবেন, দিনকাল খারাপ। কোনও রকম মস্তানি নয়।’’

high court

পাশাপাশি পুলিশকে কড়া নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, “অভিযুক্ত ওই প্রাক্তনীদের যেন আগামী ছ’মাস কলেজ চত্বরের ত্রিসীমানায় না দেখা যায়।’’ তবে অভিযোগকারী প্রাক্তন পড়ুয়াকেও এই একই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযুক্ত প্রাক্তনীদের উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘‘বাড়িতে যদি না থাকতে পারেন, তাহলে আপনারা চাইলে আমি অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করতে পারি। আপনারা কি তা-ই চান?’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর