সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ডিসেম্বরে ১৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা

Published on:

Published on:

Check out the December 2025 Bank Holiday list.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর। এদিকে, আগামী মাসে আপনার যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ, RBI কর্তৃক প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাঙ্ক মোট ১৯ দিন বন্ধ (Bank Holiday) থাকবে। মূলত, বিভিন্ন রাজ্যে পৃথক পৃথক দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই, এই ছুটির তালিকা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ডিসেম্বরে ১৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday):

২৫ ডিসেম্বর ন্যাশনাল হলিডে: জানিয়ে রাখি যে, বড়দিনের জন্য দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে, আগাকি মাসে অন্যান্য বেশিরভাগ ছুটি উত্তর-পূর্বের রাজ্য এবং গোয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ডিসেম্বর মাসে বড়দিনই একমাত্র ন্যাশনাল হলিডে। এদিকে, মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ক্রিসমাস উদযাপনের কারণে আগামী ২৬ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে শিলং থেকে শুরু করে কোহিমা, গ্যাংটক, আইজল এবং ইম্ফলের মতো শহরে আগামী মাসে সর্বাধিক দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।

Check out the December 2025 Bank Holiday list.

* ১ ডিসেম্বর (সোমবার): রাজ্য প্রতিষ্ঠা দিবস/স্বদেশি আস্থা দিবস। ইটানগর এবং কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ৩ ডিসেম্বর (বুধবার): সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব। শুধুমাত্র পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ১২ ডিসেম্বর (শুক্রবার): পা টোগান নেংমিঞ্জা সাংমার মৃত্যুবার্ষিকী। শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার): উ সোসো থামের মৃত্যুবার্ষিকী। শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ১৯ ডিসেম্বর (শুক্রবার): গোয়া মুক্তি দিবস। শুধুমাত্র পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
*২০ ডিসেম্বর (শনিবার): লোসৌং/নামসৌং। শুধুমাত্র গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

* ২২ ডিসেম্বর (সোমবার): লোসৌং/নামসৌং। গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ২৪ ডিসেম্বর (বুধবার): বড়দিনের আগের দিন আইজল, কোহিমা এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): বড়দিন উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ২৬ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন উদযাপন (আইজল, কোহিমা এবং শিলং-এ ব্যাংক বন্ধ থাকবে)।
* ২৭ ডিসেম্বর (শনিবার): বড়দিন উদযাপনের কারণে শুধুমাত্র কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ৩০ ডিসেম্বর (রবিবার): উ কিয়াং নাংবাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
* ৩১ ডিসেম্বর (সোমবার): নববর্ষের আগের দিন / ইমোইনু ইরাতপা। শুধুমাত্র আইজল এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: ৪০৮ রানে পরাজিত টিম ইন্ডিয়া! দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

রবিবার এবং শনিবারের তালিকা:
* ৭ ডিসেম্বর: রবিবার
* ১৩ ডিসেম্বর: মাসের দ্বিতীয় শনিবার
* ১৪ ডিসেম্বর: রবিবার
* ২১ ডিসেম্বর: রবিবার
* ২৭ ডিসেম্বর: রবিবার
* ২৮ ডিসেম্বর: মাসের চতুর্থ শনিবার

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রীনিবাস মান্ধানা! পলাশ-স্মৃতির বিয়ে নিয়ে এখনও বজায় ‘সাসপেন্স’

ব্যাঙ্ক বন্ধ থাকলেও মিলবে কী কী পরিষেবা: জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের ছুটির দিনেও গ্রাহকদের জন্য একাধিক পরিষেবা সচল থাকবে। মূলত, গ্রাহকরা নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে, মোবাইল ব্যাঙ্কিং, UPI, ATM এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন অকরতে পারবেন। তবে, ছুটির দিনে চেক ক্লিয়ারিং এবং ওভার-দ্য-কাউন্টার পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও, গ্রাহকেরা NEFT এবং IMPS-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারেন।