উৎসবের মাসে আগেভাগেই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন তালিকা

Published on:

Published on:

Check out the list of Bank Holidays in September.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের নবম মাস অর্থাৎ সেপ্টেম্বর প্রায় উপস্থিত। উৎসবের এই মাসে আপনার যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ, আগামী সেপ্টেম্বরে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। এমতাবস্থায়, গ্রাহকদের ব্যাঙ্কের ছুটির তালিকাটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা প্রকাশ করে। এমতাবস্থায়, আগামী সেপ্টেম্বরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকাও সামনে এসেছে।

সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):

রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত তালিকায় বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে উৎসব, ধর্মীয় এবং অন্যান্য স্থানীয় ছুটির দিনগুলি অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সমস্ত ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকে। তাই, ছুটির এই তালিকাটি দেখে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাও করতে পারেন। উল্লেখ্য যে, ছুটির দিনে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে মোবাইল ব্যাঙ্কিং UPI এবং ATM-এর মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন। চলতি বছরের ছুটির তালিকা অনুসারে, আগামী সেপ্টেম্বর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। এদিকে, ছুটির দিনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করা গেলেও চেক ক্লিয়ারেন্স এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন সম্পর্কিত অন্যান্য ব্যাঙ্কিং কাজ করা হবে না।

Check out the list of Bank Holidays in September.

২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাঙ্কে ছুটির তালিকা:
১. ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)- কর্ম পুজো; রাঁচিতে ছুটি
২. ৪ সেপ্টেম্বর (বুধবার) – প্রথম ওনাম; কোচি, তিরুবনন্তপুরমে ছুটি
৩. ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – ঈদ-ই-মিলাদ / মীলাদ-উন-নবী / তিরুভোনম / গণেশ চতুর্থী / ইন্দ্রযাত্রা; আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, থিভানপুর, দিল্লি, থিভানপুর, থিয়াপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪. ৬ সেপ্টেম্বর (শুক্রবার) – ইন্দ্রযাত্রা, গ্যাংটক হলিডে; গ্যাংটক, জম্মু, রায়পুর, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন: ভারত নয়, পাকিস্তানে ভয়াবহ বন্যার জন্য নিজের দেশের সরকারকেই দায়ী করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

৫. ১২ সেপ্টেম্বর (শুক্রবার) – ঈদ-ই-মিলাদ-উন-নবীর পরের শুক্রবার জয়পুর, জম্মু, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৬. ২২ সেপ্টেম্বর (সোমবার)- নবরাত্রি স্থাপনা; জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৭. ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) – মহারাজা হরি সিং জির জন্মদিন; জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৮. ২৯ সেপ্টেম্বর (সোমবার) – মহাসপ্তমী / দুর্গাপুজো; আগরতলা, গুয়াহাটি, জয়পুর, কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
৯. ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) – মহাঅষ্টমী / দুর্গাঅষ্টমী / দুর্গাপুজো; আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পাটনা, রাঁচি, কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন: নতুন কোম্পানির ঘোষণা আম্বানির! কবে আসছে Jio-র IPO? জানিয়ে দিলেন ধনকুবের

সেপ্টেম্বর মাসে ন্যাশনাল হলিডের তালিকা:
১০. ৭ সেপ্টেম্বর – রবিবার
১১. ১৩ সেপ্টেম্বর – দ্বিতীয় শনিবার
১২. ১৪ সেপ্টেম্বর – রবিবার
১৩. ২১ সেপ্টেম্বর – রবিবার
১৪. ২৭ সেপ্টেম্বর – চতুর্থ শনিবার
১৫. ২৮ সেপ্টেম্বর – রবিবার