এই জংশনে থামে মাত্র কয়েকটি ট্রেন, কোথাও আবার তাও থামে না, দেশের সবচেয়ে ছোট স্টেশনগুলি চেনেন?

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক বলা হয় ভারতীয় রেলকে (Indian Railways)। এত বড় দেশের এত বড় রেল পরিষেবায় কোনও চমক থাকবে না তা হতে পারে না। স্বাভাবিকভাবেই ভারতীয় রেল চমকে ভরপুর। আমাদের দেশেই যেমন একদিকে রয়েছে বিশ্বের বৃহত্তম রেল স্টেশন। তেমনই আবার দেশের সবচেয়ে ছোট রেল স্টেশনগুলিও (Smallest Railway Stations) রয়েছে। এই প্রতিবেদনে দেখে নেব দেশের ১০টি সবচেয়ে ছোট রেল স্টেশনের কথা। 

indian railways bengaluru cantonment

১। কেএসআর বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট

তালিকায় প্রথমেই রয়েছে বেঙ্গালুরু ক্যান্টনমেন্টের। কর্ণাটকে অবস্থিত এই রেলস্টেশনটিকে বলা হয় ভারতের সবচেয়ে ছোট রেল স্টেশন। যাত্রীদের ট্র্যাফিকের নিরিখে এটিই দেশের সবচেয়ে ছোট রেল স্টেশন। প্রতিদিন এখান দিয়ে এতই কম ট্রেন ও মানুষ যাতায়াত করেন যে এটির মাথায় বসেছে সবচেয়ে ছোট রেল স্টেশনের তকমা। 

২। ভিলওয়াড়া

দ্বিতীয় নম্বরে রয়েছে রাজস্থানের ভিলওয়াড়ার নাম। এই স্টেশনটি খুবই অনন্য। এখানে মাত্র একটি প্ল্যাটফর্ম রয়েছে। তাই এখানে সারাদিনে গুরুত্বপূর্ণ কোনও ট্রেন থামে না। এটিকে একটি হল্ট স্টেশন হিসেবে ব্যবহার করে ভারতীয় রেল। লাইনে কোনও সমস্যা হলে তবেই এখানে বড় কোনও ট্রেন দাঁড়ায়। তাই সারাদিনে এখানে যাত্রীসংখ্যাও খুবই কম থাকে।

৩। ডোর্নকল জংশন

তেলঙ্গানার এই স্টেশনটি একটি জংশন স্টেশন। অর্থাৎ এখান দিয়ে গুরুত্বপূর্ণ ট্রেন চলার কথা। দু’টি বা তার বেশি রুটের সংযোগকারী স্টেশন হিসেবে কাজ করার কথা একটি জংশন স্টেশনের। কিন্তু অদ্ভুতভাবে এই স্টেশনটির নাম উঠেছে দেশের সবচেয়ে ছোট স্টেশনের তালিকায়। কারণ এখানে রয়েছে মাত্র দু’টি প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, সারাদিনে এখানে মাত্র কয়েকটি যাত্রীবাহী ট্রেন থামে।

vellankanni

৪। বেল্লাঙ্কন্নি

তামিলনাড়ুর এই ছোট্ট রেল স্টেশনটিতে মাত্র কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন থামে। এই স্টেশনটিও দেশের অন্যতম ছোট রেল স্টেশন। বিখ্যাত বেল্লাঙ্কন্নি গির্জা যেতে হলে এখান দিয়ে যেতে হয়। এই স্টেশনটিও সেই কারণে যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে অনেকেই জানেন না যে এটি দেশের অন্যতম ছোট স্টেশনও বটে।

৫। কন্নপুরম

এরপর তালিকায় রয়েছে কেরলের কন্নপুরম স্টেশন। গ্রামীণ এলাকায় অবস্থিত এই স্টেশনটিতে মাত্র কয়েকটি যাত্রীবাহী ট্রেন থামে। এছাড়া এটিকে মূলত হল্ট স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। 

৬। নগরি

অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট স্টেশন হল নগরি। এখানেও মাত্র কয়েকটি ট্রেন থামে। অধিকাংশ গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেনই এখানে থামে না। অন্ধ্রপ্রদেশের একটি ছোট শহরে এই স্টেশনটি অবস্থিত। এছাড়াও দেশের অন্যতম ছোট স্টেশন এটি।

amritapura stn

৭। বখরি

বিহারে অবস্থিত দেশের অন্যতম ছোট স্টেশন বখরি। সে রাজ্যের এক গ্রামীণ অঞ্চলে এই স্টেশনটি অবস্থিত। এখানে তেমন কোনও যাত্রীবাহী ট্রেন থামে না। খুব প্রয়োজন পড়লে তবেই বড় ট্রেনগুলি এখানে দাঁড়ায়। তাই এটিকে হল্ট স্টেশন হিসেবে ব্যবহার করে রেল। সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য সারাদিনে মাত্র কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়।

৮। জেকোট

মহারাষ্ট্রের এক গ্রামীণ অঞ্চলে অবস্থিত দেশের অষ্টম ক্ষুদ্রতম স্টেশন। এই স্টেশনে মাত্র একটিই প্ল্যাটফর্ম রয়েছে। কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনের হল্ট হিসেবে এটিকে ব্যবহার করা হয়।

৯। অমৃতাপুরা

কর্ণাটকে রয়েছে দেশের নবম সবচেয়ে ছোট স্টেশন। এখানে মাত্র একটি প্ল্যাটফর্ম রয়েছে। কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনের হল্ট হিসেবে এই স্টেশনটি কাজ করে।

১০। কলিকিরি

সবচেয়ে শেষে রয়েছে কর্ণাটকেরই আরও একটি ছোট স্টেশন কলিকিরি। এখানেও মাত্র একটি প্ল্যাটফর্ম রয়েছে। কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন থামে সারাদিনে। এছাড়া এটিকে মূলত একটি হল্ট হিসেবেই দেখা হয়।  

Subhraroop

সম্পর্কিত খবর