PSG-র স্বপ্ন ভেঙে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি! ট্রফি দিতে গিয়ে পোডিয়ামে ট্রাম্প যা করলেন…

Published on:

Published on:

Chelsea Football Club wins FIFA Club World Cup again.

বাংলা হান্ট ডেস্ক: ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন বা PSG-র ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেল। এই মরশুমে PSG চারটি ট্রফিই জিতেছিল। কিন্তু, এবার চেলসি (Chelsea Football Club) ফিফা ক্লাব বিশ্বকাপ হাসিল করেছে। মেটলাইফ স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ফাইনালে ম্যাচে চেলসি PSG-কে ৩-০ গোলে হারিয়েছে। এটি চেলসির দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ ট্রফি। এর আগে, ওই দলটি ২০২১ সালেও এই শিরোপা জিতেছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে, এবার এই টুর্নামেন্টটি ভিন্ন ফরম্যাটে আয়োজন করা হয়। যেখানে ৩২ টি দল অংশগ্রহণ করেছিল। এই টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ১৪ জুন থেকে। ২০০০ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। যেখানে গত বছর অর্থাৎ ২০২৪ পর্যন্ত, মাত্র ৮ টি দল অংশগ্রহণ করেছিল।

PSG-র স্বপ্ন ভেঙে দিল চেলসি (Chelsea Football Club):

জয়ের নায়ক কোল পামার: জানিয়ে রাখি যে, চেলসির (Chelsea Football Club) হয়ে ২ টি গোল করেন কোল পামার। ২২ মিনিটে প্রথম গোল করেন তিনি। ৮ মিনিট পর, তিনি দলের হয়ে দ্বিতীয় গোল করেন। ৩০ মিনিটের মধ্যে চেলসির লিড ২-০-তে উন্নীত হয়। প্রথমার্ধের শেষে চেলসি তৃতীয় গোলটি করে। জোয়াও পেদ্রোর গোলের সাহায্যে প্রথমার্ধেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। পুরো ম্যাচে PSG দল কোনও গোল করতে পারেনি।

Chelsea Football Club wins FIFA Club World Cup again.

ট্রফি তুলে দেন ডোনাল্ড ট্রাম্প: উল্লেখ্য যে, এই মরশুমে সামগ্রিকভাবে PSG দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল। ওই ক্লাবটি ফ্রেঞ্চ লিগ থেকে শুরু করে ফ্রেঞ্চ কাপ এবং ফ্রেঞ্চ সুপার কাপ ট্রফি জিতেছে। তারপর ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছে। তবে চেলসি (Chelsea Football Club) এই মরশুমে তাদের পঞ্চম ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি। সাম্প্রতিক প্রিমিয়ার লিগে চেলসি চতুর্থ স্থান অর্জন করে।

আরও পড়ুন: ৭০ বছর ধরে টেস্ট ক্রিকেটে যা হয়নি, সেটাই ঘটল লর্ডসে! এই প্রথম অবিশ্বাস্য কারনামা টিম ইন্ডিয়ার

এদিকে, ফাইনাল ম্যাচটি ৮১,১১৮ জন দর্শকের সামনে সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি পোডিয়ামে গিয়ে বিজয়ী দলের হতে ট্রফিটি তুলে দেন। তবে, ট্রফি তুলে দেওয়ার পর ট্রাম্প পোডিয়াম থেকে না নেমে চেলসির (Chelsea Football Club) ফুটবলারদের সঙ্গেই উচ্ছ্বাসে সামিল হন। এহেন ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন: “টেস্ট খেলতে চাই,” টিম ইন্ডিয়ায় আরেকটি সুযোগ চাইলেন এই তারকা প্লেয়ার, জানালেন….

চেলসির তরুণ খেলোয়াড় কোল পামার পেয়েছেন গোল্ডেন বল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তিনিই এই পুরষ্কার পেয়েছেন। এই টুর্নামেন্টে পালমার ৩ টি গোল করেছেন এবং ২ টি অ্যাসিস্টও করেছেন।এদিকে, চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ গোল্ডেন গ্লাভস পুরস্কার পেয়েছেন এবং PSG-র ২০ বছর বয়সী ফরোয়ার্ড ডেসিরে ডুকে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন।