বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর ৪৬ তম ম্যাচে, চেন্নাই সুপার কিংস গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৩ রানে পরাজিত করেছে। চেন্নাই সুপার কিংসের (CSK) এই জয়ে প্লে-অফের দৌড় আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই জয়ে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট এখন ৬। তবে, চেন্নাই সুপার কিংস (CSK) এখনও পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে। তবে এই জয়ের ফলে প্লে-অফের আশা এখনও বাঁচিয়ে রেখেছে ধোনির দল।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। গুজরাট টাইটানস এখন পর্যন্ত তাদের ৯টি ম্যাচে ৮ টি ম্যাচে জয় পেয়েছে এবং মাত্র ১ টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। লোকেশ রাহুলের দল লখনউ সুপারজয়েন্টস এখন পর্যন্ত ১০ ম্যাচে ৭টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, রাজস্থান রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে।
কাল অধিনায়ক হিসেবে ফিরেছিলেন ধোনি, তিনি ফিরতেই জয়ে ফিরলো চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়েদের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ২০২ রান বোর্ডে তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে উইলিয়ামসন, পুরান-রা চেষ্টা করলেও ১৮৯ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।
চলতি মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না ঋতুরাজ। অর্ধশতরানের গন্ডি পার করেছিলেন মাত্র ১ বার। যদিও তার আগে ঘরোয়া ক্রিকেটের মরশুমে রীতিমতো নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। টানা ব্যর্থ হওয়ার পরেও তার ওপর ভরসা রেখে গিয়েছে সিএসকে। আজ সেই ভরসার মান রাখলেন তিনি। ৬ টি চার ৬ টি ছক্কা সহ করলেন ৯৯ রান। তিনি ছাড়াও আজ দুরন্ত ব্যাটিং করেছেন অপর ওপেনার ডেভন কনওয়ে। ৫৫ বলে ৮৫ রান করেছেন তিনি ওপেন করে।