মধ্যরাতে ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন প্রজ্ঞানানন্দ, সকালে উঠেই চলে যান স্কুলে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি দুইবার দাবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তামিলনাড়ুর তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ। এবার মেল্টওয়াটার চ্যাম্পিয়নস চেস ট্যুর চেসেবল মাস্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার অনিশ গিরিকে ৩.৫-২.৫ ব্যবধানে পরাজিত করলেন তিনি। বুধবার গভীর রাতে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় খুদে। এরপরই আবার সকালে উঠে নিজের দৈনন্দিন জীবনযাত্রায় প্রবেশ করেন প্রজ্ঞা। তাড়াতাড়ি ঘুমিয়ে ওঠে বেরিয়ে যান স্কুলের উদ্দেশ্যে।

সেমিফাইনালে তিনি অনলাইনে ৪টি সেমিফাইনালের ম্যাচটি ২-২ ফলে টাই করেন। এরপর প্রজ্ঞা টাইব্রেকারে ডাচ দাবাড়ুকে হারিয়ে দেন। এটি টুর্নামেন্টে ডাচ দাবারুর প্রথম হার ছিল। ফাইনালে ১৬ বছর বয়সী ভারতীয় তরুণ এখন চীনের ডিং লিরেনের মুখোমুখি হবেন। চৈনিক তারকা এখন কার্লসেনের পরে বিশ্বের দুই নম্বর খেলোয়াড়। তিনি আবার দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেন ফাইনালে পৌঁছেছেন।

এর কয়েকদিন আগে মাত্র তিন মাসের ব্যবধানে ২০২২-এ দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাস্ত করেছিলেন ভারতের বছর ১৬-র ক্ষুদে দাবাড়ু। চেসেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে বিশ্ব চ্যাম্পয়িনকে হারিয়েছিলেন এই ক্ষুদে প্রতিভা।এর ঠিক তিন মাস আগে গত ফেব্রুয়ারি মাসে চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে কার্লসেনকে মাত দিয়েছিল সে। তখনই তামিলনাড়ুর প্রজ্ঞানানন্দের ওপর নজর পড়েছিল গোটা বিশ্বর।

সেইবারের এই বিরাট অর্জনের কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানিয়েছিলেন। নিজের একাউন্ট থেকে ট্যুইট করে প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছিলেন, ”দেশেই সবাই আর প্রজ্ঞানানন্দের সাফল্য উদযাপন করছি। বিশ্বের পয়লা নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ও এই নিয়ে দুবার হারিয়েছে। ওর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে ওকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।” এখন এই ফাইনাল জিতে আরও একবার ইতিহাস তৈরির সুযোগ ভারতের গ্র্যান্ডমাস্টারের সামনে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর