হিন্দু ধর্মকে অপমান, শাস্তি হল হাতেনাতে, ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হল জনপ্রিয় অভিনেতার!

বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের (Hinduism) অনুভূতিতে আঘাত এবং হিন্দু দেবদেবীদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা নিয়ে ইদানিং প্রায়ই অভিযোগ দায়ের হওয়ার খবর শোনা যাচ্ছে। কখনো কৌতুকশিল্পীরা মজার ছলে ধর্মাবেগে আঘাত করে বসছেন, কখনো আবার কোনো সিনেমার দৃশ্য নিয়ে বাঁধছে গণ্ডগোল। এবার হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে বড়সড় বিপদে পড়লেন কন্নড় অভিনেতা চেতন অহিমসা (Chetan Ahimsa)।

হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বড় বিপাকে ফেঁসেছেন অভিনেতা। জেলের ঘানি টেনে এসেছেন তিনি আগেই। এবার তাঁর ভারতীয় নাগরিকত্ব কার্ড বাতিল করার অভিযোগ উঠল। অভিনেতা নিজেই দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁর নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে।

   

chetan ahimsa

অভিনেতা চেতনের বিরুদ্ধে অভিযোগ একাধিক। হিন্দু ধর্ম নিয়ে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি বলেছিলেন, হিন্দুত্ব মিথ্যার উপরে দাঁড়িয়ে রয়েছে। সত্য দিয়েই এর মোকাবিলা করা যাবে। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু চেতন থামেননি। এরপর কর্ণাটকে হিজাব আন্দোলন চলাকালীনও আদালতের বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

অভিনেতার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছিল বজরং দলের তরফে। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় গত মাসে। যদিও তিনি জামিনে ছাড়া পেয়ে যান, কিন্তু দুর্ভোগ কাটেনি অভিনেতার। এবার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে ভারতীয় নাগরিকত্ব কার্ড জমা করার নির্দেশ দেওয়া হয় চেতনকে।

তিনি আসলে শিকাগোর বাসিন্দা। ২০১৮ সালে ভারতীয় নাগরিকত্ব কার্ড পেয়েছিলেন তিনি। কন্নড় ইন্ডাস্ট্রিতে নাম করার পাশাপাশি বিয়েও করেছেন এদেশে। তাই স্বাভাবিক ভাবেই নাগরিকত্ব চলে যাওয়ার প্রসঙ্গ উঠতে চিন্তায় পড়েন চেতন। তাঁর ভারতীয় নাগরিকত্ব যাতে কেড়ে না নেওয়া হয় তার জন্য যুক্তিও দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন চেতন। যদিও সরকারের তরফে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর