বাংলাহান্ট ডেস্কঃ ফের সংবাদের শিরোনামে উঠে আসছে জঙ্গলমহলের ছত্রধর মাহাতের (Chhatradhar Mahato) নাম। তবে এবার নাম জড়াচ্ছে তাঁর তৃণমূলের (All India Trinamool Congress) সঙ্গে। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় ছত্রধরের উপস্থিতিতেই পাল্লা ভারি হচ্ছে তৃণমূলের দিকে।
রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে ছত্রধর?
গত ২ রা ফেব্রুয়ারী টানা ১০ বছর পর সংশোধনাগার থেকে বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাত। তবে এখনই কোন রাজনৈতিক দলে যোগ দিতে নারাজ তিনি। ছত্রধর জানালেন, ‘অনেকদিন পর মুক্ত আকাশের নিচে এসেছি। এখন কিছুদিন পরিবারের লোকেদের সঙ্গে কাটাব। এই মুহুর্তেই কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছি না।’
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
গোপীবল্লভপুর ব্লকের সাতমা গ্রাম পঞ্চায়েতের থেকে প্রায় ৩০ টি পরিবার বৃহস্পতিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাত তাঁদের হাতে তেরঙ্গা পতাকাও ধরিয়ে দিলেন।
পিছিয়ে থাকা বলে কোন কিছুই হয় না
এই ঘটনার পর থেকেই তৃণমূলে তাঁর যোগদান ধীরে জল্পনা তুঙ্গে। তবে তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন না, তাঁর কথায় তা স্পষ্টই প্রকাশ পেল। তিনি বললেন, ‘এখানে এমন একটি সাম্প্রদায়িক দল রয়েছে, যারা চাইলেও কোনদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের দল বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। তবে আজকের এই উৎসাহ দেখে আমার মনে হয় যে মানুষই গড়তে পারে, তৈরি করতে পারে, আবার পরিবর্তনও আনতে পারে। পিছিয়ে থাকা বলে কোন কিছুই হয় না।’