৫০০ থেকে বেড়ে ১২৫০ টাকা! ভোটের আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: কর্নাটকের (Karnataka) পর এবার ছত্তিশগড়েও (Chhattisgarh) ‘লক্ষ্মীর ভান্ডার’ (Laxmi Bhandar)! এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Beghel)। দীপাবলি (Diwali) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বাঘেল বলেন, রাজ্যে কংগ্রেস (Congress) ফের ক্ষমতায় এলে প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার।

উল্লেখ্য, কর্নাটকে বিধানসভা ভোটের আগে প্রত্যেক মহিলাকে মাসে দু’হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল ওই রাজ্যের কংগ্রেস। যার ফলও মিলেছে হাতেনাতে। এবার সেই পথেই হাঁটল ছত্তিশগড়।

আরও পড়ুন: হামাসের ‘পার্লামেন্ট’ দখল করল ইহুদি সেনা! উড়ল ইজরায়েলের পতাকা

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং বিজেপি নেতারা ভোটের আগে বিরোধীদের নির্বাচনী প্রতিশ্রুতিকে ‘রেউড়ি’ (মিঠাই) বলে বিদ্রুপ করেছেন। যদিও মোদী নিজে প্রতিটি রাজ্যে ভোটের প্রচারে গিয়ে নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দলও ইস্তাহারে নানা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে। দিন কয়েক আগেই বিজেপি ছত্তিশগড়ে তাদের নির্বাচনী ইস্তাহারে জানিয়েছিল, ভোটে জিতলে বিবাহিত মহিলাদের বছরে ১২ হাজার টাকা করে দেবে। তারই পাল্টা এ বার কংগ্রেস জানিয়ে দিল, তারা দেবে বছরে আরও তিন হাজার টাকা বেশি, ১৫ হাজার টাকা‌।

Chhattisgarh,BJP,Congress,Bhupesh Baghel,ভূপেশ বাঘেল,কংগ্রেস,বিজেপি,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,লক্ষ্মীর ভান্ডার,Laxmi Bhandar

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, কংগ্রেসের এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই ভোটের মধ্যে আরও চাপে পড়ল বিজেপি (BJP)। মাসে ১৫ হাজার টাকা, অর্থাৎ মাসে ১২৫০ টাকা। এবার দেখার সাধারণ মানুষ কোন দিকে যান।