ছত্তিসগড়ে ১৪ বছরের নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! কংগ্রেসের মন্ত্রী বললেন এটা তো ছোট ঘটনা

বাংলা হান্ট ডেস্কঃ হাথরসের ঘটনা নিয়ে একদিকে দেশজুড়ে বিরোধী দলগুলি রাজনীতি শুরু করেছে অন্যদিকে দেশের অন্য প্রান্তে হওয়া ঘটনাকে অদেখা করার অভিযোগ উঠেছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টির নেতারা হাথরস নিয়ে যোগী সরকারকে ঘিরতে সুরু করেছে। তবে অন্যান্য ঘটনার বিষয়ের নেতা নেত্রীদের অন্য মুড দেখা যাচ্ছে। ছত্রিশগড়ের রাজ্য সরকারের মন্ত্রী তার রাজ্যে হওয়া ধর্ষণের ঘটনা নিয়ে অদ্ভুত মন্তব্য করেছেন।

ছত্রিশগড়ে বলরামপুরে হওয়া ধর্ষণ নিয়ে কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী অত্যন্ত লজ্জাজনক মন্তব্য করেছেন। যা কংগ্রেস পার্টির জঘন্য মনোভাবকে প্রকাশ করেছে। ছত্রিশগড়ের বলরামপুরে হওয়া ধর্ষণের ঘটনাকে সেখানের শ্রমমন্ত্রী ছোটো ঘটনা বলে আখ্যা দিয়েছেন।

ছত্তিশগড়ের শ্রমমন্ত্রী শিব কুমার দহরিয়া বলেছেন, এখানে যে ঘটনা হয়েছে সেটা বড়ো ঘটনা নয়, হাথরসের ঘটনা নিয়ে রমন সিং কেন চুপ? হাথরস নিয়ে কেন রমন সিং টুইট করছেন না? উনি শুধু ছত্রিশগড়ের ছোটো ঘটনাকে নিয়ে কথা বলছেন। শিব কুমার দহরিয়া হাথরস প্রসঙ্গে রমন সিংকে আক্রমন করতে গিয়ে ছত্রিশগড়ে হওয়া ধর্ষণকে ছোটো ঘটনা বলেছেন।

শিব কুমার দহরিয়া বলেছেন, রমন সিং ছত্রিশগড়ের সমালোচনা করা ছাড়া আর কিছুই করছেন না। ছত্রিশগড়ের পূর্ব মুখ্যমন্ত্রী এর উপর পাল্টা আক্রমন করেছেন। রমন সিং টুইট করে রাহুল গান্ধীকে ট্যাগ করে লিখেছেন, ” দেখুন কংগ্রেসের এই নিকৃষ্ট মানসিকতাকে। রাজ্যের মেয়েদের সাথে হওয়া ঘটনাকে উনার ছোটো ঘটনা মনে হচ্ছে। আপনিও কি একই মানসিকতা পোষণ করেন রাহুলজি? যদি উত্তর না হয়, তাহলে কবে এই ব্যাক্তিকে পার্টি থেকে বরখাস্ত করবেন?”


Koushik Dutta

সম্পর্কিত খবর