বাংলা হান্ট ডেস্ক : গত কয়েকদিন ধরেই চিকেনের দাম (Chicken) একটু কম। আর রবিবারের বারবেলায় তা হল আরও সস্তা। সকাল সকাল মুরগির মাংসের সামনে পড়ল লম্বা লাইন। এদিন গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ফলে ব্যাপক ভিড় মাংসের দোকানে। চিকেনের দামে রাশ টানলেও, মাটনের রেট কিন্তু চড়া, যদিও তাতে ভোজনরসিক বাঙালির খুব একটা যায় আসেনা।
এইদিন সকাল থেকে মাটনের দোকানেও ছিল বেশ ভিড়। পকেটে টানাটনি থাকলেও ভোজনরসিক বাঙালি যথারীতি ভিড় জমিয়েছেন খাসির মাংসের দোকানের সামনে। এদিকে মাছের বাজার দাপিয়ে বেড়াচ্ছে ইলিশ (Ilish)। রেকর্ড হারে কমল ইলিশের দাম। এইদিন কলকাতার বাজারে ইলিশ পাওয়া গেল ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
গতকাল ৪০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি ছিল ৭০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের বিক্রি হয়েছে ১০০০ টাকায়। এবং ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল ১৩০০ – ১৫০০ টাকা। অর্থাৎ কলকাতার বাজার ছিল ইলিশময়। রুপোলি শস্যের দাপটে খানিকটা মিইয়ে পড়েছিল রুই, কাতলা, মৃগেল। গতকাল রুই বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকায়।
এইদিন কাতলা বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০০-৩৫০ টাকায়। তেলাপিয়া বিক্রি হয়েছে প্রায় ২২০ টাকা প্রতি কেজিতে। এদিকে ট্যাংরা মাছের প্রতি কেজির দাম ছিল ৪০০ টাকা। পাশাপাশি কমেছে সবজির দাম-ও। উচ্ছে ও বেগুন এইদিন অনেকটাই সস্তা ছিল। উচ্ছে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ টাকা দরে।
এদিকে বেগুনের দাম ছিল প্রতি কেজি ৪০-৫০ টাকা ঢ্যাঁড়শের কেজিও ছিল ৪০ টাকা করে। পাশাপাশি কম ছিল আলুর দাম-ও। জ্যোতি আলু বিক্রি হয়েছে ২২ টাকা কেজি দরে। যেখানে চন্দ্রমুখী আলুর দাম ছিল প্রতি কেজি ২৫-২৬ টাকা। দাম কমেছে কাঁচা লঙ্কারও। ৩৫০ থেকে ১৫০- নেমে এসেছে এই ঝাল বস্তুটি।