বাংলা হান্ট ডেস্কঃ আজ INX Media মামলায় CBI এর বিশেষ আদালতে শুনানি হয়। এই মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমকে বুধবার রাতে গ্রেফতার করেছিল সিবিআই। বৃহস্পতিবার হওয়া শুনানিতে সিবিআই এর তরফ থেকে সলিসিটর জেনারেল তুশার মেহতা সিবিআই এর হয়ে সওয়াল করেন। আরেকদিকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদম্বরমের পক্ষ নেন কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি।
আদালত সিবিআই এর দাবির কংগ্রেসের প্রবীণ নেতা তথা আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি বিরোধিতা করেন। কপিল সিব্বল আদলতে জানান, জামিন দেওয়া নিয়মের মধ্যেই, আর আদালতের সামনে ইস্যু ব্যাক্তিগত স্বাধীনতা নিয়ে। সিঙ্ঘভি আদলতে জানান, এই মামলা সম্পূর্ণ ভাবে ইন্দ্রাণী মুখার্জীর বয়ানের উপর ভিত্তি করছে, উনি এখন সরকারি স্বাক্ষ হয়েছেন। সিঙ্ঘভি বলেন, চিদম্বরমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোন দরকার নেই, কারণ সিবিআই ওনার উপর প্রমাণ লোপাটের কোন অভিযোগ আনেনি।
সলিসিটর জেনারেল চিদম্বরমের দাবির বিরোধিতা করে বলেন, আদালতের সামনে সব সমান। সলিসিটর জেনারেল বলেন, মামলার কিছু তথ্যের ব্যাপারে আদালতে খোলাখুলি কথা বলা যাবেনা। আদালত চিদম্বরমকে ২৬ আগস্ট পর্যন্ত সিবিআই এর রিমান্ডে পাঠায়। সিবিআই পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল জিজ্ঞাসাবাদ চালানোর জন্য। আদালত জানায় যে, রিমান্ডে থাকাকালীন চিদম্বরমের আইনজীবী এবং ওনার পরিবারের সদস্যরা প্রতিদিন ৩০ মিনিট করে ওনার সাথে দেখা করতে পারবে। প্রতি ৪৮ ঘণ্টায় ওনার মেডিকেল চেকআপ হবে।