স্বস্তির নিঃশ্বাস! প্রায় সাড়ে তিন মাস পর আইনক্স মিডিয়া মামলায় জামিন পেলেন চিদাম্বরম

Published On:

বাংলা হান্ট ডেস্ক : টানা প্রায় সাড়ে তিনমাস দিল্লির তিহার জেলে থাকার পর অবশেষে আইএনএক্স মিডিয়া প্রতারণা মামলায় জামিন পেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণতম হেভিওয়েট নেতা পি চিদম্বরম। শীঘ্রই জামিনে ছাড়া পাবেন তিনি এমনটাই টুইট করে জানিয়েছেন আমার ছেলে কার্তি।

বুধবার দেশের শীর্ষ আদালতের তরফে শুনানির পর সিবিআই এর পর ইডির মামলাতে জামিন পেলেন পি চিদম্বরম। যদিও শর্তসাপেক্ষ জামিন হয়েছে তাঁর। ইতিমধ্যে আদালতের তরফে আইনক্স মিডিয়া মামলায় সাহায্য করাসহ মামলা চলাকালীন দেশের বাইরে পা রাখা যাবে না তাঁকে একই সঙ্গে জামিনের সময় চিদম্বরমকে দু লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে।

তাকে সঙ্গে যেহেতু আগে থেকেই প্রভাবশালী নেতা হিসেবে চিদম্বরম মামলা প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তাই এ দিন আদালতের তরফ থেকে তাঁকে সাক্ষীদের প্রভাবিত করা কিংবা মামলা সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে কিছু আনা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের আগস্ট মাসে আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেফতারির নির্দেশ দেয় দিল্লি আদালত।

দিল্লি আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল চিদম্বরমের আইনজীবী। 28 নভেম্বর তারিখে শুনানির দিন থাকলেও তা স্থগিত রাখা হয় এবং বুধবার শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের তরফে শশী থারুর জানিয়েছেন দেরিতে হলেও সুবিচার হয়েছে।

সম্পর্কিত খবর

X