করোনাকে হারিয়ে সুস্থ হলেন ইয়েদুরাপ্পা, আজই ছুটি পেলেন হাসপাতাল থেকে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa) আজ করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার পর ব্যাঙ্গালুরুর মনিপাল হাসপাতাল থেকে ছুটি পেলেন। উনি এই মাসের দুই তারিখে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। আরেকদিকে, আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী (Pranab Mukherjee) আক্রান্ত হয়েছেন করোনায়। ওনার পরীক্ষা রিপোর্ট পজেটিভ এসেছে বলে খবর। উনি নিজেই এই বিষয়ে অবগত করান। উনি একটি ট্যুইট করে লেখেন, ‘রুটিন চিকিৎসা করাতে হাসতাপালে গেলে সেখানে পরীক্ষা করাই এবং আমার রিপোর্ট পজেটিভ এসেছে। বিগত কয়েকদিনে যারা যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন সবাই নিজের করোনার পরীক্ষা করিয়ে নেন।”

X