বিশ্ববিদ‍্যালয়ের আচার্য পদে মুখ‍্যমন্ত্রী নন, বিরোধিতা করে বিবৃতিতে সাক্ষর কৌশিক-অনীকদের

বাংলাহান্ট ডেস্ক: রাজ‍্যের সমস্ত সরকারি বিশ্ববিদ‍্যালয়গুলিতে (University) আচার্য (Chancellor) পদে থাকবেন মুখ‍্যমন্ত্রী। সম্প্রতি এমনি বিল আনার ব‍্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ‍্য সরকারের তরফে। রাজ‍্যপালের বদলে এবার থেকে মুখ‍্যমন্ত্রীই আচার্য পদে আসীন হবে। এ খবর শোনার পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনার ঢেউ উঠেছে। এবার রাজ‍্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতিতে সাক্ষর করলেন বিশিষ্ট জনেরা।

জানা যাচ্ছে, বিশ্ববিদ‍্যালয়ের আচার্য পদে মুখ‍্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে সই করেছেন কৌশিক সেন (Koushik Sen), সমীর আইচ (Samir Aich), বিভাস চক্রবর্তী (Bibhas Chakraborty), অনীক দত্তের (Anik Dutta) মতো বিশিষ্ট জনেরা। বিবৃতিতে দাবি করা হয়েছে আচার্য পদে মুখ‍্যমন্ত্রীর বদলে কোনো শিক্ষাবিদকেই বসানো হোক।

mamata 29 1
অভিযোগ উঠেছে, রাজনৈতিক বা প্রশাসনিক প্রধানকে বিশ্ববিদ‍্যালয়ের আচার্য পদে বসানো হলে বিশ্ববিদ‍্যালয়গুলির স্বাধীকার ভঙ্গ হতে পারে। তাই মুখ‍্যমন্ত্রী বা রাজ‍্যপাল কাউকেই আচার্য পদে না বসানোর উচিত বলে মত বিশিষ্ট জনদের। বরং কোনো শিক্ষাবিদকে করা হোক বিশ্ববিদ‍্যালয়গুলির আচার্য।

রাজ‍্য মন্ত্রীসভার বৈঠকে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে রাজ‍্যপাল নয়, রাজ‍্যের সরকারি বিশ্ববিদ‍্যালয়গুলিতে আচার্য হবেন মুখ‍্যমন্ত্রীই। আগামী সোমবারই বিল আনা হবে বিধানসভায়। তবে রাজ‍্যপাল জগদীপ ধনখড় বিলগুলিতে সাক্ষর করে অনুমতি না দিলে সেগুলো আইনে পরিণত হতে পারবে না।

এর আগেও বিধানসভায় পাশ হওয়া বেশ কয়েকটি বিলে রাজ‍্যপাল এখনো সাক্ষর করেনি। ফলতঃ সেগুলো আইনে পরিণত করা যাচ্ছে না। এমতাবস্থায় আচার্য বদল বিল নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। তার মধ‍্যে বিশিষ্ট জনদের এই বিবৃতি নতুন করে প্রশ্ন তুলে দিল আচার্য বদল নিয়ে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর