এবার রাজ্যবাসীর সমস্যার সমাধান করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী! নাম্বার জানিয়ে দিলেন খোদ মমতা

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষের অভাব অভিযোগ দূর করতে এবার আরো সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফোনের মাধ্যমে সরাসরি জনগণ তাদের বক্তব্য জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসাধারণের অভাব অভিযোগ শোনার জন্য চালু করা হয়েছিল ‘দিদিকে বলো।’

এবার সেই ধাঁচে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো ‘সরাসরি মুখ্যমন্ত্রী।’ ফোনের মাধ্যমে যেকোনও প্রান্ত থেকে যে কেউ যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন এই কর্মসূচির মাধ্যমে। নবান্ন সভা ঘর থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন। তারপর থেকেই এই কর্মসূচি নিয়ে চর্চা তুঙ্গে।

সূচনার পর মমতা (Mamata Banerjee) বলেন, “আগে দলের পক্ষ থেকে এই ধাঁচে ‘দিদিকে বলো’ কর্মসূচি লঞ্চ করেছিলাম আমরা। তবে এই কর্মসূচি দলের নয়, রাজ্য সরকারের। আমাকে অনেকে মেল, চিঠিতে অভিযোগ জানাতেন। এবার থেকে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।”

উল্লেখ্য, এর আগে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যে নম্বরে ফোন করতে হতো সেই নম্বর ব্যবহার করেই ফোন করা যাবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে। এবার থেকে  ৯১৩৭০ ৯১৩৭০ নম্বরে ফোন করে যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

mamata

মুখ্যমন্ত্রী জানান এই উপলক্ষে খোলা হয়েছে ৫০০ কল সেন্টার। এই কর্মসূচিতে আসা অভিযোগের সমাধানের জন্য থাকবেন ১০০ জন ফিল্ড ওয়ার্কার। মুখ্যমন্ত্রী জানান এই নম্বরে আসা প্রত্যেকটি সমস্যা  গুরুত্বসহকারে বিবেচনা করা হবে সমাধান করা হবে। তবে, ভোটের আগেই এই পরিকল্পনাকে ঢাল হিসেবে দেখছে রাজনীতির বিশেষজ্ঞরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর