একটা ডার্বি জিতে লাফানোর কিছু নেই! মোহনবাগানের পক্ষ নিয়ে ইস্টবেঙ্গল কর্তাকে ধমক মমতার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) মহামেডান ফুটবল ক্লাবের তাঁবুতে পা রেখেছিলেন। মহামেডান গ্যালারির আধুনিকীকরণের জন্য ৬০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করে এসেছেন তিনি। এছাড়া মাঠের সংস্কারের কাজ নিয়ে তিনি খুশি বলে জানিয়েছেন। পাশাপাশি আগামী মরশুমে সাদা কালো ব্রিগেড যাতে আইএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ পারে, সেই বিষয়েও তিনি সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তবে এর মাঝেও উঠে এসেছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রসঙ্গ। আইএসএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মোহনবাগান এই টুর্নামেন্টে খেলেছে এবং তারপর ইস্টবেঙ্গলও যোগ দিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠন ভালো হচ্ছে না। এরপর ইস্টবেঙ্গল শস্যকর্তা দেবব্রত সরকার ধমক খেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে।

মুখ্যমন্ত্রী এখানে মন্তব্যের পরে দেবব্রত বাবু উঠে দাঁড়িয়ে বলেছিলেন সাম্প্রতিককালে ডুরান্ড কাপে অনুষ্ঠিত কলকাতা ডার্বিতে মোহনবাগানকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল। তিনি সম্ভবত এই খবরের জন্য প্রশংসা আশা করছিলেন মুখ্যমন্ত্রী থেকে। কিন্তু তেমনটা একেবারেই হয়নি।

আরও পড়ুন: আনোয়ারের দুর্দান্ত পারফরম;্যান্সের দিন মোহনবাগানকে টপকে গেল ইস্টবেঙ্গল!

উল্টে দেবব্রত সরকারকে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে মাত্র একটা ডার্বি জিতে এত খুশি হওয়ার কিছু নেই। মোহনবাগানকে হারানোটা ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য হতে পারে না। তিনি চান যে বাংলায় ক্লাবগুলি আইএসএলে ভালো পারফরম্যান্স করুক এবং ট্রফিটা বাংলাতেই আসুক। এই ধমক খেয়ে হাসতে হাসতে পিছিয়ে যান দেবব্রত সরকার।

আরও পড়ুন: আমি যা তৈরি করেছি, তা খেলাধুলার ইতিহাসে অমর হয়ে থাকবে! যুবভারতির মূর্তি নিয়ে দাবি মমতার

অনেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে সহমত হয়ে বলেছেন যতদিন না ট্রফি আসছে ততদিন ইস্টবেঙ্গল ভক্তদের বা কর্মকর্তাদের সন্তুষ্ট হওয়ার কোন জায়গা নেই। আবার অনেকে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে মোহনবাগান সমর্থক। তিনি নিজে অতীতে বলেছেন তার বাড়িতে তার মা মোহনবাগানের খেলার দিন মন্দিরে পুজোও দিতেন। তাই ডার্বি হারের জ্বালা তিনিও সহ্য করতে পারছেন না। যদিও মমতার নিজে বারবার বলে এসেছেন তিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি ক্লাবকেই মন থেকে পছন্দ করেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর