করোনার সঙ্কটের মাঝে রাজ্যের ক্ষমতা হাতাতে চাইছেন রাজ্যপাল! গুরতর অভিযোগ মমতা ব্যানার্জীর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) শনিবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)  বিরুদ্ধে অভিযোগ করে বলেন, উনি করোনা ভাইরাসের সঙ্কটের মধ্যে রাজ্যের ক্ষমতা হাতাতে চাইছেন।

mamata 24

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে গত সপ্তাহে রাজ্যপাল দুটি চিঠি পাঠিয়েছিলেন। আর সেই চিঠি নিয়ে মমতা ব্যানার্জী কড়া প্রতিক্রিয়া দিয়েছে। উল্লেখ্য, করোনা নিয়ে তথ্য লোপাটের অভিযোগ করেছেন রাজ্যপাল। এছাড়াও তিনি এই সঙ্কটের সময়ে বিরোধী দল গুলোকে সাথে নিয়ে চলার বদলে তাদের দমন করার অভিযোগ তুলেছেন।

মমতা ব্যানার্জী রাজ্যপাল ধনখড়কে ১৪ পাতার চিঠিতে নিজের হবাব দেন। উনি লেখেন, ‘একজন রাজ্যপাল নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং প্রশাসনের যে ভাষায় সমালোচনা করেছেন তা নজিরবিহীন।” রাজ্যপালের ভাষা প্রয়োগ নিয়েও তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের চিঠিতে রাগের বেশি কষ্ট পেয়েছেন। মমতা ব্যানার্জী অভিযোগ করে লিখেছে, ওনাকে উপদেশ দেওয়া এবং সাংবিধানিক নিয়ম নিজে পালন না করে সেটার প্রবচর দেওয়া এবং লঙ্ঘন করছে রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করে লিখেছেন, এই সঙ্কটের সময়ে রাজ্যের ক্ষমতা হাতাতে চেষ্টা করছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় লাগাতার টুইটে আধিকারিক চিঠি/লোগো ব্যবহার করার থেকে বিরত থাকা উচিৎ।

https://twitter.com/jdhankhar1/status/1256561690604220416

আরেকদিকে মুখ্যমন্ত্রীর চিঠি পাঠানোর পরেই ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যপাল। উনি মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে লিখেছেন যে, ওনার এই চিঠির কোন সারবত্তাই নেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর