‘আয় বৃষ্টি ঝেঁপে’ নিয়ে প্রশ্ন নেই, ‘হরে করে কাম্বা’ নিয়ে এত ঝামেলা কেন!’ প্রশ্ন ‘অভিমানী’ মমতার

বাংলাহান্ট ডেস্ক :

এপাং ওপাং ঝপাং / সুর ধরেছে পটাঙ
ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ / হাতির কতো বড় ঠ্যাং l l

উপরের লেখা কবিতাটি চিনতে পারছেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লেখা এটি। এই রকম আরও অজস্র কবিতা তিনি লিখেছেন। শুধু তাই নয়, তাঁর কবিতা সমগ্র হিসাবে সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘কবিতাবিতান কাব্যগ্রন্থ’। সমালোচকরা অবশ্য বলছেন কবিগুরুর (Rabindranath Tagore) ‘গীতবিতানকে’ (Geetabitan) টেক্কা দিতেই নাকি তাঁর বইয়ের নাম রাখা হয়েছে ‘কবিতাবিতান’ (Kabitabitan)। তবে মুখ্যমন্ত্রী একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ‘আয় বৃষ্টি ঝেঁপে’ কবিতা নিয়ে যদি প্রশ্ন না ওঠে, তাহলে ‘হরে করে কাম্বা’ নিয়ে এত শোরগোল কিসের?

1 89

রীতিমতো অভিমানের সুরে মুখ্যমন্ত্রী (CM of West Bengal) অভিযোগ করেন এমন অনেক মানুষ আছেন যাদের তিনি শ্রদ্ধা করেন, কিন্তু তাঁরা উল্টে তাঁর সমালোচনাই করে যান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমরা যখন ছোট ছিলাম তখন কতো ছোটো ছোটো কবিতা পড়তাম। সেগুলো নিয়ে কোনও দিনই প্রশ্ন ওঠেনি। আয় বৃষ্টি ঝেঁপে / ধান দেবো মেপে নিয়ে কেই কোনও প্রশ্ন করেনি। প্রশ্ন ওঠেনি ‘কাঠবেড়ালি তুমি আমার বন্ধু হবে?’ বা ‘এক্কা দোক্কা তেক্কা’ (বক্তব্য অপরিবর্তিত) কবিতা নিয়েও।

যে সমস্ত মানুষ তাঁর কবিতা নিয়ে হাসাহাসি করেন তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন একটা আমি গ্রুপকে দেখি, এরা সমাজের একটা বড় অংশ, আমি এদের সম্মান করি। কিন্তু এদের আমি ভাবতে বলবো। একটি বাচ্ছাকে বাচ্ছার মতো হয়ে শিক্ষা দিতে হবে। এমন অনেক মানুষ আছে যাঁরা পুরোটা না শুনেই চিৎকার করতে শুরু করে দেয় ‘হরে করে কম্বার’ মতো। আমি বললে আবার বলবে ‘হরে করে কম্বা’ কিছু হয় নাকি? নিশ্চয় হয়। কবিতার বইগুলো দেখে নিনি আগেকার দিনের। অনেক কিছুই চোখে পড়বে। নদী নিয়েও পড়বে। প্রকৃতি নিয়েও পড়বে। সবুজ ও শিক্ষা নিয়েও পড়বে। তাই আমরা গর্ব করেই বলি এই শিক্ষার সবটাই বাংলার মাটি থেকে উঠে এসেছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর