বুক লক্ষ্য করে গুলি, জীবন যুদ্ধে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

বাংলাহান্ট ডেস্ক : বক্তৃতা দিচ্ছিলেন জাপানের নারা শহরে ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে একটি পথসভায়। আচমকাই গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। প্রকাশ্য দিবালোকে ভরা রাজপথে গুলি করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Japan ex PM) শিনজো আবেকে (Shinzo Abe)। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় নারা হাসপাতালে। যমে-মানুষে লড়াই চলে কয়েক ঘণ্টা। তবু শেষরক্ষা করা গেল না (Shinzo Abe Died)। মারাই গেলেন তিনি।

স্থানীয় সময় তখন সকাল সাড়ে এগারোটা ছুঁইছুঁই। জাপানের পশ্চিমে নারা শহরে এক বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই গুলিবিদ্ধ হন শিনজো আবে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যার্থ করে চলেই গেলেন তিনি। বাঁচানো গেল না জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

shinzoabe 0

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আবের উপর যিনি হামলা করেন তাঁর নাম টেটসুয়া ইয়ামাগামি। জাপানের নৌসেনার একজন প্রাক্তন কর্মী ছিল সে। নিজের হাতে তৈরি বন্দুক নিয়ে মাত্র ১০ ফুট দূর থেকে আবের বুক লক্ষ্য করে গুলি চালায় সে। কিন্তু কেন এই কাজ করল সে? এই প্রশ্নের উত্তরে ইয়ামাগামির দাবি, আবের নীতি তার পছন্দ নয়। তাই সে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, জাপানের ইতিহাসে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী পদে ছিলেন শিনজো আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দেশের যুদ্ধ নীতিতে একাধিক পরিবর্তন আনেন। ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সম্পর্কও মজবুত করেছিলেন তিনি। চিনা আগ্রাসনের বিপদ যে কতটা, তা তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন। এর সঙ্গেই, জাপানের অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু ব্যতিক্রমী পদক্ষেপ করছিলেন তিনি, তা পরিচিত লাভ করে ‘অ্যাবেনমিক্স’ নামে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর