বাড়তে পারে অনুদানের অঙ্ক, দুর্গাপুজোর প্ল্যানিং নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর দুর্গাপুজোকে নিয়ে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে বিভিন্ন পূজা কমিটিকে দূর্গা পূজা উপলক্ষে অনুদান প্রদান করেছে তৃণমূল সরকার। অপর প্রান্তে বাঙালির দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আগামী সেপ্টেম্বর মাসে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

এরই মধ্যে আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বৈঠকে কিছু পরিবর্তন এসেছে। এতদিন পর্যন্ত দুর্গাপুজোর বৈঠকগুলি মুখ্যমন্ত্রী শুধুমাত্র কলকাতার ক্লাবগুলোর সাথেই করতেন। এবার কলকাতার বাইরে রাজ্যের অন্যান্য বড়ো পুজো কমিটিগুলির সাথেও ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

এই ভার্চুয়াল দুর্গাপুজোর বৈঠক নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে ব্যারাকপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে।কামারহাটির নজরুল মঞ্চ, ব্যারাকপুর সুকান্ত সদন এবং নৈহাটিতে এই মহকুমার বড় পূজা গুলির কর্মকর্তারা হাজির থাকবেন। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পুজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছিল। এই বছর সেই অনুদানের অর্থ বাড়ানো হবে নাকি কমানো হবে তা নিয়ে একটা চাপা উত্তেজনা আছে পূজা কমিটিগুলির মধ্যে।

সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে বাঙালির দুর্গা পুজোয় ইউনেস্কোর স্বীকৃতি লাভ উপলক্ষে এক বিরাট শোভা যাত্রার আয়োজন করা হয়েছে। অন্যদিকে পূজা কমিটির কর্মকর্তারা মনে করছেন ২০২৩ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী হয়তো পূজা কমিটি গুলোর জন্য বিশেষ কোনো অনুদানের বন্দোবস্ত করতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর