মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নেবেন না করোনা ভ‍্যাকসিন, নিজেই জানালেন কারণ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণের মাঝে আশার আলো দেখাচ্ছে করোনা ভ‍্যাকসিন (covid vaccine)।দেশজুড়ে শীঘ্রই এই করোনা টিকা দেওয়ার কাজ শুরু করা হবে। এই পরিস্থিতিতে এক বড় ঘোষণা করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। প্রথম পর্যায়ে করোনা টিকা নেওয়ার তালিকায় তাঁর নাম রাখতে চাইলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।

পূর্বেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব করোনা টিকা নিতে অস্বীকার করেছিলেন। আর এবার করোনা ভ‍্যাকসিন নিতে অস্বীকার করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বললেন, প্রথম পর্যায়ের করোনা টিকা তিনি নেবেন না। কারণ হিসেবে বললেন, প্রথমে যাদের জন্য এই করোনা টিকা তৈরি করা হয়েছে, আগে তাদেরকেই দেওয়া হোক। অর্থাৎ, প্রথম সারির করোনা যোদ্ধাদের এই ভ‍্যাকসিন দেওয়ার কথা বললেন।

images 2 52

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বললেন, ‘করোনা ভ‍্যাকসিন তৈরির কাজ চলছে। আমি স্থির করেছি প্রথমে আমি এই টিকা নেব না। প্রথমে যাদের নাম আছে তাদের দেওয়া হোক, তারপর আমি নেব। যাদের প্রয়োজন তাদেরকে আগে দেওয়া হোক, তারপর আমি নেব’।

সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভাক্সিনকে অনুমোদন দেওয়া হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেখানে ঠিক করা হয়েছে প্রথমে স্বাস্থ্যকর্মী, তারপরে ফ্রন্টলাইন কর্মী, এরপর ৫০ বছর উর্ধ্ব মানুষ এবং গুরুতর অসুস্থ মানুষদের দেওয়া হবে। তারপর সকলকেই বিনামূল্যে এই করোনা ভ‍্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ভ‍্যাকসিন দেওয়া হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর