বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৫ ই অগস্ট অযোধ্যায় (Ayodhya) হতে চলেছে রাম মন্দিরের (Ram Temple) ভূমি পূজার শুভ কাজ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সহ আরও গণ্যমান্য ব্যক্তিত্বরা। বহু ঝড় ঝাপটা পেরিয়ে এই মন্দিরের ভূমি পূজোর কাজ আয়োজিত হয়ে চলেছে।
রাম মন্দিরের ভূমি পূজার প্রস্তুতি
করোনার আবহে আয়োজিত এই ভূমি পূজোর অনুষ্ঠানে মান্য করা হবে সমস্ত করোনার বিধি নিষেধ। আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র ২০০ জন ব্যক্তিবর্গকে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে মোট ১১ টি তীর্থক্ষেত্রের মাটি পাঠানো হয়েছে অযোধ্যায়, যার মধ্যে পাক অধ্যুষতি কাশ্মীরের পবিত্র সারদা পিঠের মাটিও রয়েছে। সেই সঙ্গে প্রায় ৪০ কেজি রূপোর ইট ব্যবহার করা হবে মন্দিরের ভীত তৈরিতে।
মান্য হবে সামাজিক দূরত্ব
সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সব নিয়ম কানুন মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উৎসব উপলক্ষ্যে প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানো হবে। সরয়ূ নদীর তীরে করা হবে বিশাল আরতি পর্ব। বিরোধীদের শত বিরোধিতা সত্ত্বেও নির্ধাতির দিনেই হবে রাম মন্দিরের ভূমি পূজো।
অযোধ্যা যাচ্ছেন যোগী
অনুষ্ঠানের প্রস্তুতি কালে কেমন চলছে সব আয়োজন, তা খতিয়ে দেখতে শনিবার অযোধ্যা যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিস্তারিত দেখবেন, কেমন গতিতে এগোচ্ছে ভূমি পূজার অনুষ্ঠানের আয়োজন। সেইসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মন্দিরের সাধুদের সাথেও।