‘সাত দিনের মধ্যে রাজ্যের হলফনামা চাই’, বড় নির্দেশ হাইকোর্টের, কোন মামলায় বাড়ল চাপ?

Published on:

Published on:

calcutta high court(17)

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে আর জি কর (RG Kar)। এবার খাস কলকাতার এই নামী হাসপাতাল থেকে শিশু উধাও হয়ে যাওয়ার ঘটনায় (Child Missing) রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার ২০২০ সালের এই মামলায় রাজ্যের হলফনামা তলব করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ।

কী বলল হাইকোর্ট? Calcutta High Court

অভিযোগ ছিল, আরজি কর হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন দেবযানী মণ্ডল নামের এক মহিলা। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানায়, মৃত সন্তানের জন্ম হয়েছে। তবে তা মানতে নারাজ ওই দম্পতির দাবি ছিল, তাঁদের বাচ্চা জন্মের পর হাসপাতাল থেকেই ‘নিখোঁজ’ হয়ে গিয়েছে।

এরপর শিশু নিখোঁজের মামলা দায়ের হয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। সেই সময় ডিএনএ পরীক্ষার (DNA Test) নির্দেশ দেন বিচারপতি। ২০২০ সালের নভেম্বর মাসে হওয়া ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে আসলে দেখা যায়, মৃত শিশুর সঙ্গে দেবযানী ও বাবুনের ডিএনএ-র মিল নেই। এরপরেই এই ঘটনায় আদালতের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠিত হয়।

তদন্তে নেমে সিট একাধিক অসংগতির কথা উল্লেখ করে। সম্প্রতি এই মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানে মামলাকারীর আইনজীবীদের বিচারপতির প্রশ্ন, “২০২০ সালের ঘটনা। এতদিন আপনারা কী করছিলেন? চার বছর পর হঠাৎ মনে পড়ল মামলা এগিয়ে নিয়ে যাওয়ার কথা?”

Calcutta High Court

আরও পড়ুন: প্রকাশ্যে কুণালের হোয়াটসঅ্যাপ চ্যাট, ‘টাকা দিয়ে সেটেলমেন্ট’ করতে চাওয়ার ‘প্রমাণ’ দিলেন তিলোত্তমার বাবা মা

হাইকোর্টের নির্দেশ, মামলাকারী তরফে হলফনামা দিয়ে জানাতে হবে কেন এত বছর বাদে ফের এই মামলা এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা। একই সাথে রাজ্যকেও বড় নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশ, আগামী সাত দিনের মধ্যে সিটকে তদন্তের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।