বাবলু প্রামাণিক দক্ষিণ ২৪ পরগনাঃ
মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলা ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । আর এই ঘটনা একদিন কাটতে না কাটতে আবারও একই ছবি ভেসে উঠল ক্যানিংয়ে । টাকার প্রলোভন দেখিয়ে এক নাবালিকা কে ধর্ষণ করার অভিযোগ উঠল অপরিচিত এক যুবকের বিরুদ্ধে । এমনিই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে , ক্যানিং থানার বধূকুলা নয়াপাড়া গ্রামে । নাবালিকার বয়স পাঁচ বছর ।
পরিবার সূত্রে , প্রতিদিনের ন্যায় বাড়ির কিছু দূরে কালিগঙ্গা শ্মশানে একটি যাত্রী নিবাসে সব শিশুদের সাথে খেলা করত ওই নাবালিকা । আজও খেলা করার জন্যে সেখানে যায় সে । এরপর তাকে সেখানে একা পেয়ে টাকার প্রলোভন দেয় অপরিচিত এক যুবক এবং ওই শ্মশানে যাত্রীনিবাসীর মধ্যে তাকে ধর্ষণ করে ওই যুবক। ঘটনা স্থলে নাবালিকা কে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয় প্রতিবেশীরা। এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ওয়েলকাম নাসিংহোমে । সেখানে চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় স্থানান্তরিত করে । এরপর সেখান নিয়ে যায় ক্যানিং থানায় ।
তারপর ক্যানিং পুলিশের সহযোগে নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে । বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা । অভিযুক্ত যুবক সাবির মোল্লা , কুলতলি থানার মেরীগঞ্জ গ্রামের বাসিন্দা । অভিযুক্ত যুবককে আটক করে ক্যানিং থানার পুলিশ । ক্যানিং একদিনে একই ঘটনা ঘটে যাওয়ায় প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার