শিশু আত্মহত্যায় দ্বিতীয় স্থানে বাংলা, চাঞ্চল্যকর তথ্য পেশ NCRB-র

বাংলা হান্ট ডেস্কঃ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) তরফ থেকে দেশে শিশুদের আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ করার পরই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। NCRB দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ৫৬৮ শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদের মধ্যে ১৩ হাজার ৩২৫ জন মেয়ে। পরিসংখ্যান দেখে এটা স্পষ্ট যে, দেশে কন্যাদের আত্মহত্যার সংখ্যা বেশি।

গোটা দেশের মধ্যে শিশুদের আত্মহত্যার মামলায় শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ। সেখানে তিন বছরে ৩ হাজার ১১৫ জন শিশু আত্মহত্যা করেছে। এরপরই রয়েছে বাংলার নাম। পশ্চিমবঙ্গে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ২ হাজার ৮০২ জন শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।

রিপোর্টে শিশুদের আত্মহত্যার কারণও বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ৪ হাজারের বেশি শিশু পরীক্ষায় অসফল হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এছাড়াও কম বয়সে জোর করে বিয়ে দেওয়ার কারণে ৬৩৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে ৪১১ জন মেয়ে। পাশাপাশি শারীরিক নির্যাতন, মাদকাসক্তি আর প্রিয়জনের মৃত্যুর অবসাদেও অনেকে নিজের প্রাণ কেড়ে নিয়েছে।

গোটা দেশে একদিকে যেমন শিশুদের প্রতি শারীরিক নির্যাতনের ঘটনা বেড়েছে। তেমনই অন্যদিকে শিশুদের অভিভাবকরাই তাঁদের উপর বাড়তি চাপ দিয়ে তাঁদের মানসিক নির্যাতনও করছে। বিশেষ করে পড়াশোনা করানোর জন্য বকা, মারধর করা এবং অকৃতকার্য হলে অপমান করার ঘটনা অনেক শিশুই মেনে নিতে পারে না। সেই কারণে তাঁরা মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর