হঠাৎ হল কী! ভারতের পদক্ষেপে কার্যত ‘দিওয়ানা’ চিন! প্রশংসা করছে গ্লোবাল টাইমসও

বাংলা হান্ট ডেস্ক : ভারত (India)-চিন (China)! দুই এশিয়ার (Asia) ভাগ্যাকাশে দুই প্রতিস্পর্ধী নির্ণায়ক শক্তি। সীমান্তে-তে দুই দেশের মধ্যে অবিরত চলছে হানাহানি। মাঝেমধ্যেই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ শুরু হয়। প্রাণ যায় দু’পক্ষের সেনার। কিন্তু এবার যা ঘটল তা দেখে চোখ কপালে উঠবে আপনারও। ভারতের এক পদক্ষেপের তুমুল প্রশংসা করেছে চিন।

পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রাশিয়া ও ভারত উভয়কেই অর্থ প্রদানের জন্য ডলারের বিকল্প খুঁজতে হয়েছিল। এদিকে চিনের মুখপত্র গ্লোবাল টাইমস বলছে, ভারতের এই পদক্ষেপ ডলারাইজেশন প্রক্রিয়ায় একটি বড় পদক্ষেপ। একই সময়ে, চিন ইউয়ানের ক্রমবর্ধমান আন্তর্জাতিকীকরণের প্রশংসা করেছে।

এই প্রসঙ্গে চিনা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল জানান, ভারতের পেমেন্ট ইউয়ানের আন্তর্জাতিকীকরণকে বৃদ্ধি করবে। রিসার্চ সেন্টার ফর ডিজিটাল ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনোভেশনের পরিচালক প্যান হেলিন গ্লোবাল টাইমসকে জানান, ভারতের এই পদক্ষেপের ফলে ইউয়ানের আন্তর্জাতিক প্রভাব এবং বিশ্ব বাজারে এর শেয়ার বাড়বে। উহান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের পরিচালক ডং ডেগশিন বলেন, এই পদক্ষেপের ফলে চিন, ভারত ও রাশিয়ায় ডলারাইজেশন বাড়বে।

123 jinping modi

তাঁর আরও দাবি, আন্তর্জাতিক পর্যায়ে ইউয়ানের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। রাশিয়া এবং ভারত উভয়ই ব্রিকসের সদস্য, যার কারণে অন্যান্য দেশগুলিকেও ইউয়ানের ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। গ্লোবাল টাইমসের মতে, ব্রিকস দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার পরিবর্তন করতে চায় এবং সে কারণেই এই বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে একটি সাধারণ মুদ্রার প্রবর্তন নিয়ে আলোচনা করা হবে।

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের মতে, ইউয়ানের বৈশ্বিক শেয়ার এপ্রিলে ২.২৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে মে মাসে ২.৫২ শতাংশ হয়েছে। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি রফতানির রেকর্ড তৈরি করেছে জুন মাসে। জুন মাসে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন ২.২ মিলিয়ন ব্যারেল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর