চালবাজ চীনের নতুন কৌশলঃ মায়নমার সীমান্তে ২০০০ কিমি দীর্ঘ পাঁচিল বানাচ্ছে জিনপিং সরকার

বাংলাহান্ট ডেস্কঃ সীমান্ত এলাকায় লাগাতার দৌরাত্ম্য দেখিয়ে চলেছে চীন (china)। ভারতের পর এবার মায়নমার (myanmar) সীমান্তে নিজেদের জারিজুরি দেখাতে শুরু করেছে। মায়নমার সীমান্তে ২০০০ কিমি দীর্ঘ এলাকা কাঁটাতার দিয়ে পাঁচিল তৈরি কাজ শুরু করে দিয়েছে বেজিং। মায়নমারের সেনাবাহিনী চীনের এই কাজের বিরোধিতা করলেও, চীন নিজের জায়গা থেকে সরতে অনড়।

কাঁটাতারের পাঁচিল তৈরি করছে চীন
চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশে প্রায় ৯ মিটার উঁচু এবং ২০০০ কিমি দীর্ঘ এই কাঁটাতারের পাঁচিল তৈরি কাজ শুরু করে দিয়েছে চীন। চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস দাবি করেছে, এই প্রাচীর তৈরির প্রধান উদ্দেশ্য হল- চীনের অভ্যন্তরে মায়নমার সীমান্ত থেকে অনুপ্রবেশ বন্ধ করা। আরও জানা গিয়েছে, প্রকৃতপক্ষে এই কাঁটাতারের পাঁচিল লাগানো হচ্ছে, যাতে চীন থেকে বিরোধীরা পালিয়ে না যেতে পারে। চীন চায় না যে দেশ বিরোধিরা দেশ ছেড়ে অন্যত্র যাক।

china myanmar border 1608138618

বিরোধিতা করেছে মায়নমার
অন্যদিকে মায়নমারের সেনারা চীনের এই কাজের তীব্র বিরোধিতা করছে। তারা এমনকি চীনা কর্মকর্তাদের চিঠি লিখে তাদের এই কাজ করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেছে। সেইসঙ্গে ১৯৬১ সালের চুক্তির কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে বলা ছিল- সীমানা নির্ধারণের ১০ মিটারের মধ্যে কোনও কাঠামো নির্মাণ করা যায় না।

আশঙ্কায় রয়েছে আমেরিকাও
চীনের এই দাদাগিরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকাও। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে- চীনের এইরূপ আচরণে আসন্ন সময়ে দক্ষিণ এশিয়ায় সংঘর্ষ আরও জোরালো হতে চলেছে। সমস্যা আরও বড় আকারের হয়ে দেখা দিতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর