দূষণে জেরবার! বিষাক্ত বায়ুর মোকাবিলায় ভারতকে সাহায্য করতে এগিয়ে এল চিন

Published on:

Published on:

China comes forward to help India combat toxic air.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দূষণ এবং বিষাক্ত বায়ুর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া ভারতকে (India) সাহায্য করতে এবার এগিয়ে এল প্রতিবেশী দেশ চিন। ইতিমধ্যেই এই প্রসঙ্গে চিন জানিয়েছে যে, তারা আগামী দিনে ভারতের সঙ্গে এক্ষেত্রে ব্যবস্থা এবং সুপারিশের একটি তালিকা ভাগ করে নেবে। এই সমস্যাগুলি একসময় চিনের জন্যও অস্বস্তির কারণ ছিল। উল্লেখ্য যে, ক্রমবর্ধমান ঠান্ডা এবং তাপমাত্রা হ্রাস উত্তর ভারতে দূষণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। অনেক এলাকায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যার ফলে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ভারতকে (India) সাহায্য করবে চিন:

এই আবহে, সোমবার চিন ভারতের সঙ্গে বায়ু দূষণের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের কথা বলেছে এবং ক্রমবর্ধমান পরিবেশগত উদ্বেগ মোকাবিলায় সোশ্যাল মিডিয়ায় একটি সিরিজ চালু করেছে। ভারতে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিংও চিন ও ভারতের বায়ুর মানের তুলনা করে কিছু ছবি শেয়ার করেছেন।

‘X’-এর একটি পোস্টে, ইউ জিং জানিয়েছেন যে, দ্রুত নগরায়ণের আবহে উভয় দেশই বায়ু দূষণের সঙ্গে লড়াই করছে এবং এটি এখনও একটি জটিল চ্যালেঞ্জ। তবে, গত দশকে চিনের অবিরাম প্রচেষ্টার ফলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: প্রতিদিন নিচ্ছে ২০ বিলিয়ন ঋণ! কাঙাল পাকিস্তানের আসল ছবি এবার সামনে এল

মুখপাত্র বলেন, চিন আগামী দিনে ভারতের সাথে এই ব্যবস্থাগুলি ভাগ করে নেবে। তিনি লিখেছেন, ‘আগামী দিনগুলিতে আমরা একটি ছোট সিরিজ শেয়ার করব। যেটি ব্যাখ্যা করবে কিভাবে চিন বায়ু দূষণ মোকাবিলা করেছে।’ ইউ ছবির মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে, চিনে বায়ুর মানের স্তর উন্নত হয়েছে এবং বর্তমানে বেইজিংয়ের AQI (Air Quality Index) ৬৮। এদিকে, দিল্লির AQI প্রায় ৪৪৭ দেখানো হয়েছে।

আরও পড়ুন: ৩ বছরে মিলেছে ৬,১০০ শতাংশেরও বেশি রিটার্ন! বিনিয়োগকারীদের মালামাল করেছে এই সংস্থার শেয়ার

সোমবারের শুরুতে, জাতীয় রাজধানীতে বায়ু মানের সূচক (AQI) ৪৯৮-এ পৌঁছেছিল, যা ‘গুরুতর’ বিভাগে পড়ে। দিল্লির ৩৮ টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের মান “গুরুতর” বিভাগে রেকর্ড করা হয়েছে। যেখানে ২ টিতে এটি “খুব খারাপ” বিভাগে রয়েছে। জাহাঙ্গীরপুরীর AQI ৪৯৮ রেকর্ড করা হয়েছে। যা ৪০ টি স্টেশনের মধ্যে সবচেয়ে খারাপ। জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) মান অনুযায়ী, ০ থেকে ৫০ এর মধ্যে AQI ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ ‘গুরুতর’ বলে বিবেচিত হয়।