কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে যত জনের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে ঘোষণা করেছিলো চীন তাতে অনেক ভুল আছে। উহানে মৃতের সংখ্যা আরো বেশি। সংখ্যা আরও ১ হাজার ২৯০ বেড়ে গেছে ৩ হাজার ৮৬৯।
চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা পার করেছে ৮ হাজার। আগামী তিন মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।ঘটনার ৫ মাস পরে ‘গণনায় ভুল স্বীকার’-এর মাধ্যমে উহান প্রদেশের প্রশাসন জানায় তারা ভুল করেছে গণনা করতেই। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা দেশে ছড়িয়ে পড়ে।