বাংলাহান্ট ডেস্ক- মার্কিন নীতিকে মাটিতে মেশাতে এবার আরও কাছাকাছি ভারত-চিন। সম্পর্কের সমীকরণ একটু ঠিক হতেই ভারতকে বিরাট উপহার। সম্প্রতি চিন(China)-এর বিদেশমন্ত্রী ওয়াং ই (WANG E) দুদিনের ভারত সফরে এসেছেন। তবে, ভারত(India) সফরে এসে কী উপহার দিলেন তিনি? কাকেই বা দিলেন? আর তাঁর এই উপহারের তাত্পর্যই বা কী? সেই নিয়ে সকলের মধ্যে কৌতূহল শেষ ছিল না। এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S JAISHANKAR) সঙ্গে বৈঠক করেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানেই তিনি ফের ভারতে তিনটি জিনিস রপ্তানি শুরু করার আশ্বাস দেন। যার জেরে হাসি ফিরতে পারে ভারতীয় কৃষকদের মুখে।
বেজিংয়ের তরফ থেকে কৃষকদের উপহারঃ-
ভারতের বহুদিনের অনুরোধ এবার পূরণ করল চিন। দুদিনের ভারত সফরে এসে খুশির খবর দিলেন চিনা বিদেশমন্ত্রী। ভারতে ফের তিলটি জিনিসের রপ্তানি করা শুরু করবে বেজিং। সংবাদমাধ্যম সূত্রের খবর সার, খনিজ পদার্থ ও সুড়ঙ্গ খোঁড়ার বোরিং যন্ত্র সহ তিনটি জিনিস ভারতে ফের রপ্তানি করতে রাজি হয়েছে চিন। উল্লেখ্য এসব জিনিস অতীতে ভারতে রপ্তানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল চিন। তবে, ওয়াং ই-র সফরের মাধ্যমে পুনরায় সেই জিনিস রপ্তানিতে অনুমোদন পেয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি এই তিন পণ্য রপ্তানির প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
ভারত কেন রপ্তানি শুরু আবেদন জানায়? –
বেশ কয়েক বছর ধরে সীমান্তবর্তী সমস্যার জেরে ভারত চিনের সম্পর্কে ফাটল দেখা দেয়। এরই মাঝে চলতি বছরের শুরুতেই সুড়ঙ্গ খোদাইয়ে মেশিন ও খনিজ পদার্থ ভারতে রপ্তানি ওপর নিষেধাজ্ঞা জারি করে চিন। যার জেরে সমস্যার সম্মুখীন হয় ভারতীয় ব্যবসায়ীরা। তাছাড়াও চিন থেকে ডিঅ্যামোনিয়া ফসফেট রপ্তানি একেবারেই বন্ধ করে দেয় চিন। এই ডিঅ্যামোনিয়া ফসফেট রবিশস্য উত্পাদনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। যা রপ্তানি বন্ধের ফলে ব্যাপক সমস্যায় পড়ে কৃষকরা। এছাড়াও বিভিন্ন বড় বড় নির্মাণ কাজ, মেট্রোর কাজও বন্ধ হয়ে যায়। ফলে আর্থিক ভাবেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ভারত। তাই চিন যাতে ফের এই তিন জিনিসের রপ্তানি শুরু করে তার জন্য ভারত বারবার আবেদন জানাতে থাকে। অবশেষে ভারতের সেই আবেদন সাড়া দিল শি জিনপিংয়ের সরকার।
আরও পড়ুন : এক ঘন্টার পথ পেরোনো যাবে ১০ মিনিটে, মেট্রোর নতুন রুটে কী কী সুবিধা পাবেন নিত্যযাত্রীরা?
চিন-ভারতের সম্পর্কের নয়া সমীকরণ-
এই মুহুর্তে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেখানে দাঁড়িয়ে ভারত চিনের সম্পর্কের এই নয়া সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর শুল্ক নীতি নিয়েও আলোচনা হয়। ইতিমধ্যেই ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে। কিন্তু অপর দিকে চিনও একইভাবে রাশিয়ার থেকে তেল আমদানি করে। তবে এখনই চিনের ওপর আলাদা করে কোনও শুল্ক চাপায়নি ট্রাম্প। কিন্তু ভবিষ্যতেও যে ট্রাম্প চিনের ওপর শুল্কের বোঝা চাপাবে না তা নিয়ে কোনও নিশ্চয়তাও নেই। সবই এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রস্তাবিত ত্রিপাক্ষিক বৈঠকের ওপর নির্ভর করছে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক যে দ্বন্দ্ব তা ভুলে চিন ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চাইছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন :এক ঘন্টার পথ পেরোনো যাবে ১০ মিনিটে, মেট্রোর নতুন রুটে কী কী সুবিধা পাবেন নিত্যযাত্রীরা?
দদিনের ভারত সফরে সোমবার এস জয় শংকরের সঙ্গে বৈঠকের পরে মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন চিনা বিদেশমন্ত্রী। সেই বৈঠকে মূলত ভারত-চিন সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সোমবার বৈঠকে এই নিয়ে চিনা বিদেশমন্ত্রীকে জয়শঙ্কর বলেন, “ভারত-চিন সীমান্ত সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দুই দেশের সম্পর্কের যে কোনও ইতিবাচক অগ্রগতির ভিত্তিই হল সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকা। তাই সীমান্তে উত্তেজনা কমানোর প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।” পাশাপাশি মঙ্গলবার বিকেলে ওয়াং ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাত্ করবেন বলে জানা যাচ্ছে।