সিঙ্গেল দের ‘ দুঃখ’ বুঝে তাদের মিঙ্গেল করতে অভিনব পদক্ষেপ নিল চীনের রেল সংস্থা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: সিঙ্গেল মানুষদের দুঃখ চীনের সরকারও বোঝে। সিঙ্গেল  ‘সমস্যা’ চিনের প্রায় ২০ কোটি মানুষের

।এইসকল সিঙ্গেল রা যাতে তাদের মনের মতন সঙ্গী খুঁজে পায় সেই উদ্দেশ্যে  সিঙ্গলদের সঙ্গী জোগাড় করে দিতে  লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গল যুবক-যুবতীকে ঘুরতে পাঠাল  চিনের চেংদু রেলওয়ে সংস্থা। এই আয়োজন এ বছরই প্রথম নয়। গত তিন বছর ধরেই এই ট্রেন চালানো হচ্ছে। ট্রেনের গন্তব্য চিনের বহু পুরনো শহর ঝাউ সুই।

IMG 20190831 155515

চীনেরএক স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, এক হাজার সিঙ্গলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল সেই ট্রেনে।শুধু এটুকুই নয় সিঙ্গলরা যাতে একে অপরের পছন্দ ভাল ভাবে জানতে পারেন, আরও ভাল করে বুঝতে পারেন তাইজন্য ট্রেনের মধ্যেই বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন এবং পাশাপাশি আয়োজন ছিল নানা রকম খেলারও।  সেখানে ব্যবস্থা ছিল ট্রাডিশনাল পারফরম্যান্সেরও। এক সঙ্গে হাজার জন বসে দেখতে পারবে সেই পারফরম্যান্স।রেলের দাবি, এই ট্রেনে যাত্রা করে অন্তত দশ জন খুঁজে পেয়েছেন তাঁদের পছন্দের সঙ্গীকে।

 

সম্পর্কিত খবর