বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) ব্রহ্মস মিশাইলকে (brahmos missile) আরও শক্তিশালী এবং মারণঘাতী করে তুললে জোরকদমে লেগে পড়েছে DRDO। এই সময়ে নৌসেনার স্বদেশী শিল্ড ধ্বংসাত্মক ব্রহ্মস মিশাইলের একটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
আরব সাগরের একটা নির্দিষ্ট স্থানে লক্ষ্য স্থির করে মিশাইল ছোড়া হয়েছিল। বিন্ধুমাত্র নিরাশ না করে মিশাইল ব্রহ্মস সেকেন্ডের মধ্যে সেই টার্গেট পয়েন্টে পৌঁছে সেটিকে ধ্বংস করে দেয়। এটি এই মিশাইলের আধুনিক ভার্সানের তৃতীয় সফল পরীক্ষা।
এই ব্রহ্মস মিশাইল দীর্ঘ দিন ধরে কঠিন যুদ্ধ্যাভ্যাস এবং পরীক্ষা করার পর প্রভূত ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছে। আরব সাগরের লক্ষ্য ভেদের পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়ে মিশাইল নিজেকে আরও শক্তিশালী হিসাবে প্রমাণও করে দিয়েছে। এই মিশাইল বহু দূর থেকেও নিজের লক্ষ্য স্থির রেখে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ধূলিস্মাত করে দিতে সক্ষম।
ব্রহ্ম সুপার সোনিক ক্রুজ মিশাইল ৪০০ কিমি দূর পর্যন্ত টার্গেট স্থির করতে পারে, অর্থাৎ প্রায় ৪০০ কিমি দূরে থাকা শত্রুকেও ধূলিস্মাত করতে সক্ষম এই মিশাইল। এই মিশাইলকে সাবমেরিন, যুদ্ধ জাহাজ এবং স্থলভাগ থেকেও চালনা করা যাবে। এই মিশাইল ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে।
প্রথমে এই মিশাইলের রেঞ্জ ছিল ২৯০ কিমি। কিন্তু বর্তমানে এই মিশাইলের শক্তি বৃদ্ধি করে ৪০০ কিমি করা হয়েছে। DRDO জানিয়েছে, ধীরে ধীরে এই মিশাইল অনেক ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছে, যা ভারতকে রক্ষা করতে সক্ষম হবে। বর্তমান সময়ে ভারতের এই শক্তি দেখে কিছুটা চাপে রয়েছে চীন পাকিস্তান।