ত্রুটিপূর্ণ চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে ব্যাবসা চালাচ্ছে চীন, অভিযোগ উঠছে বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্কঃ চীন (Chaina) কখনই তাঁর দোষ স্বীকার করতে চায় না। একদিকে চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে মারণরোগ করোনা ভাইরাস (COVID-19) সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তো সেই সুযোগ নিয়ে চীন রমরমিয়ে তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একদিনে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোতে মৃত্যু মিছিল বার হচ্ছে, তো অন্যদিকে চীন চালাকির সাথে অন্যান্য দেশকে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিম্ন মানের চিকিৎসার দ্রব্য বিক্রি করে চলেছে।

CHAINA 2

চীন স্পেনের সঙ্গে প্রায় ৮২ টি দেশে করোনা মকাবিলার জন্য চিকিৎসা সংক্রান্ত দ্রব্য রপ্তানি করার জন্য অঙ্গীকার বদ্ধ হয়েছে। তবে চীন যে সমস্ত মেটেরিয়াল এই দেশগুলোকে দিচ্ছে বা ভবিষ্যতে দেবে, তা অত্যন্ত নিম্নমানের। এই সংকটময় পরিস্থিতিতে চীন অন্য দেশকে সাহায্য করার নামে, নিজের দেশের খারাপ দ্রব্য পাঠিয়ে দিয়ে অর্থ উপার্জন করে নিচ্ছে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সেলবাডুর এলা ঘোষণা করেছিলেন যে, তাঁরা ৩ হাজার ৪৫৬ কোটি টাকা দিয়ে চীন থেকে ৯৫০ ভেন্টিলেটর, ৫৫ লক্ষ টেস্টিং কিট, ১.১ কোটি গ্লাভস, ৫০ কোটির বেশি ফেস মাস্ক কিনেছেন। কিন্তু সেগুলো স্পেনের চিকিৎসকরা চিকিৎসা করার সময় দেখে তাঁর মধ্যে ৯ হাজার করোনা টেস্ট কিট একদমই খারাপ। এবং সেগুলো তাঁরা আবার চীনকে ফেরত দিয়ে দেয়।

MASK

এমনকি তুর্কিতে পাঠানো চীনা টেস্ট কিটেও খামতি দেখা দেয়। মিডিল ইস্ট আই ওয়েবসাইটে তাঁরা লেখেন, চীনের টেস্ট কিট গুলোকে তাঁরা চীনে ফেরত পাঠিয়ে দিতে চান। কারণ এর মধ্যে বেশকিছু কিট একদমই ব্যবহার যোগ্য নয়। আমেরিকার এই কঠিন সংকটের সময় চীন দেখাচ্ছে, তাঁরা আমেরিকার প্রতিবেশি দেশগুলোকে চিকিৎসা দ্রব্য দিয়ে সাহায্য করছে। স্পেন, ইতালি, ফ্রান্স এবং জাপানের সাহায্য চীন করছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর