বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি চিনা কোম্পানিগুলির বিরুদ্ধে বড় ধরণের ব্যবস্থা নিচ্ছে আমেরিকা (America)। ইতিমধ্যেই তারা পাকিস্তানকে (Pakistan) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য তিনটি ড্রাগন কোম্পানিকে নিষিদ্ধ করেছে। আমেরিকার বিদেশ মন্ত্রক গত শুক্রবার জানিয়েছে যে, আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ ও নিরস্ত্রীকরণ ব্যবস্থার অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে, পিপলস রিপাবলিক অফ চায়নায় (পিআরসি) স্থিত এই তিনটি কোম্পানি পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত আইটেম সরবরাহ করার লক্ষ্যে কাজ করেছে। এজন্য তাদের নিষিদ্ধ করা হচ্ছে।
তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিন বরাবরই পাকিস্তানের মিত্র। পাশাপাশি, তারা ইসলামাবাদের সামরিক আধুনিকীকরণ কর্মসূচিতে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান সরবরাহকারীও। এই তিনটি কোম্পানির মধ্যে রয়েছে জেনারেল টেকনোলজি লিমিটেড, বেইজিং লুও লুও টেকনোলজি ডেভেলপমেন্ট কোং লিমিটেড এবং চাংঝো ইউটেক কম্পোজিট কোং লিমিটেড।
আরও পড়ুন: ধনকুবেরদের এ কি হাল! ২ দিনে ২২ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, বড় ধাক্কা পেলেন আম্বানি-আদানিও
সংস্থাগুলি এই জিনিসগুলি সরবরাহ করেছিল: জানা গিয়েছে, জেনারেল টেকনোলজি লিমিটেড ব্রেজিং উপাদান সরবরাহে নিযুক্ত রয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেট ইঞ্জিনে ব্যবহৃত হয়। পাশাপাশি, বেইজিং লুও লুও টেকনোলজি ডেভেলপমেন্ট কোং লিমিটেড ম্যান্ড্রেল এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের জন্য কাজ করেছে। এছাড়াও, চাংঝো ইউটেক কম্পোজিট কোং লিমিটেড ২০১৯ সাল থেকে ডি-গ্লাস গ্লাস ফাইবার, কোয়ার্টজ ফ্যাব্রিক এবং উচ্চ সিলিকা ফ্যাব্রিক সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। এই সব উপাদান ক্ষেপণাস্ত্র সিস্টেমে ব্যবহার করা হয়।
আরও পড়ুন: বন্ধুদের পরামর্শ মেনেই করলেন বাজিমাত! ১০ পয়সার মাছ দিয়ে কোটিপতি হলেন কৃষক
এই প্রসঙ্গে আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, এই পদক্ষেপটি স্পষ্ট করে দেয় যে আমেরিকা গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার, তাদের সরবরাহের উপায় এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে। জানিয়ে রাখি যে, উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের আবাবিল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম উৎক্ষেপণের কয়েকদিন পরই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।