বাংলাহান্ট ডেস্কঃ চালবাজ চীন (China), ভারতের প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তানকে (Pakistan) পুরোপুরি নিজের জালে জড়িয়ে নিয়েছে। বর্তমান সময়ে পাক নেতা থেকে শুরু করে পাকিস্তানী সেনাবাহিনীও চীন সরকারের কথায় ওঠবোস করছে। চীনা সাংবাদিক শেন শিবাই সীমান্তে গিয়ে চীনা সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতির এক ভিডিও শুট করেছেন, যার মাধ্যমে চীন এবং পাকিস্তানের চক্রান্তের পর্দা ফাঁস হয়েছে। স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই ব্যাপকহারে ভিডিও ভাইরাল (Video viral) হয়।
চীনা সাংবাদিক শেন শিবাই-এর শেয়ার করা সেই ভিডিও নিয়ে নানা মহলে নানান মন্তব্য শুরু হয়েছে। এই ভিডিওর বিষয়ে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের সমস্যা মেটাতে পাকিস্তানী সেনারা, চীনা সেনার সাহায্য নিচ্ছে।
এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস পরিস্কার হয়ে যাচ্ছে, ভারতের সেনাবাহিনীর থেকে তাড়া খেয়ে বেশ কিছুটা বেকফুটে রয়েছে ড্রাগনের সেনারা। তারা এবার ভারতের সঙ্গে যুদ্ধ করতে সেই পাকিস্তানী সেনাদের সাহায্য নিছে, যাদের বহুবার ভারতীয় সেনারা ধরাশায়ী করা দিয়েছে।
https://twitter.com/shen_shiwei/status/1312959140952588290
এদিকে আবার চীনা সাংবাদিকের পেশ করা ভিডিওতে এক চীনা সেনাকে নিয়ে সংশয় দেখা দিয়েছে বিশেষজ্ঞ মহলে। ভিডিওতে চীনা সেনাদের সঙ্গে দাড়িওয়ালা এক সেনাকে দেখা যায়, যার শারীরিক গঠনও অন্যান্য চীনা সেনাদের থেকে দেখতে অনেকটাই আলাদা। তাদের ধারণা, এই সেনা চীনা নয়, প্রকৃতপক্ষে একজন পাকিস্তানী সেনা।
সরকারী সূত্র অনুসারে জানা যায়, চীন জানিয়েছে- সেপ্টেম্বরে মলডোতে ভারতের সঙ্গে সৈন্য এবং রাজনৈতিক বার্তার মাধ্যমে জানানো হয়, তাদের ৫ সেনার মৃত্যু হয়েছে। তবে ধারণা করা যায়, চীন যে পরিমানের কথা বলছে, তাঁর ৩ গুণ বেশি করে ধরা যায়। প্রকৃতপক্ষে তারা ভয় পেয়ে পাকিস্তানী সেনাদের সাহায্য নিয়ে, তাদেরকেই এগিয়ে দিচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে।